কিছু সিনেমা বা ফিকশন আসলেই এতো সুন্দরভাবে আমাদের সামনে হাজির করা হয় যে, সেটার গল্প, নির্মান, অভিনয়, সংলাপ, ব্যাকগ্রাউন্ড স্কোর, গান, কস্টিউম বা আর্ট ডিরেকশন সবকিছু মিলিয়ে এক নান্দনিকতার ছাপ রেখে যায়। নেটফ্লিক্সের ‘Qala’ যেনো এসবকিছুর মিশ্রণে এক অদ্ভুত সুন্দর সময়ে আমাদের ফিরিয়ে নিয়ে গেলো ।
Film- Qala (কলা) 2022
Language - Hindi
Genre - Horror, Thriller, Drama
IMDB rating - 7.2/10
Language - Hindi
Genre - Horror, Thriller, Drama
IMDB rating - 7.2/10
Main Cast :
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা প্রযোজিত প্রতিটি ফিকশনই যে অনবদ্য তার সাম্প্রতিক প্রমাণ ‘Qala’। ২০২০ সালে রিলিজ পাওয়া ‘বুলবুল’ আমাদের ফিরিয়ে নিয়ে গিয়েছিলো লোককথা অবলম্বন করে শোনা গল্পের সাথে মিল রেখে সেই অবিভক্ত বাংলায়। এবার Qala তে আমরা ফিরলাম ত্রিশের শেষার্ধ বা চল্লিশের প্রথমার্ধে। হিমাচল থেকে কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি তথা মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের নামের দ্যুতি ছড়ানো এক গায়িকা এবং তার মায়ের এই গল্পে আছে আরো অনেক চরিত্র। প্রতিটা চরিত্রই যার যার জায়গা থেকে নিজেদের গুরুত্ব যেমন জাহির করেছে তেমনি এই ফিকশনের প্রতিটি ফ্রেম যেনো নান্দনিক এক শিল্পকর্ম হিসেবেই স্ক্রিনে উঠে এসেছে যার মোহ কাটানো দায়!!
‘বুলবুল’ খ্যাত অন্বিতা দত্ত ‘Qala’ তে স্লো গতির গল্পেও প্রাণ এনে দিয়েছেন অভিনয় এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের মাধ্যমে। অমিত ত্রিবেদীর গানগুলো নিয়ে যতোই প্রশংসা করা হোক তা কমই হবে। সেই সময়ের নারী-পুরুষের বৈষম্যর পাশপাশি ক্যারিয়ারে অন্যজনের থেকে সফল হবার জন্য অনেক সময়ে যে নীতি বা মোরালিটির জায়গা থেকে সরে যেয়ে পরবর্তী সময়ে সেই ঘটনার জন্য প্রতিনিয়ত কুডে কুড়ে শেষ হতে হয় বিবেকের কাছে এমন স্পর্শকাতর ইস্যুও উঠে এসেছে সাবালীলভাবে। হিমাচল প্রদেশের অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যেমন উঠে এসেছে তেমনি সেট ডিজাইনও ছিলো মনোমুগ্ধকর।
রেট্রো সময়কালকে এতো সুন্দরভাবে উপস্থাপনের জন্য নির্মাতা এবং পুরো টিমকে ধন্যবাদ না জানালেই না। গল্প বা পরিচালনার পাশাপাশি নিঃসন্দেহে সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, ব্যাকগ্রাউন্ড স্কোর এই ফিকশনের মূল স্তম্ভ। অভিনয়ে প্রধান ভূমিকায় তৃপ্তি এবং স্বস্তিকা দুজনেই দুর্দান্ত ছিলেন। প্রথম সিনেমায় ইরফান খানের পুত্র বাবিল খান তার ছাপ ছেড়েছেন তবে আরো একটু স্ক্রিনটাইম পেলে হয়তো এই চরিত্রটিতে তার দক্ষতার আরো কিছু নজির দেখার সুযোগ মিলতো। সাথে সারপ্রাইজ হিসেবে অল্প সময়ের জন্য আনুশকা শর্মার উপস্থিতিও মনে ভালোলাগা নিয়ে আসবে।মজার ব্যাপার হলো এই একটি ফিকশনকে একদিকে যেমন হরর জনরায় ফেলা যায় তেমনি সাসপেন্স ড্রামা ঘরানাতেও ফেলা যায়। আবার মিউজিক্যাল মিস্ট্রি ড্রামা হিসেবেও মানিয়ে যায় Qala নামক ফিকশনটি
সময় থাকলে নেটফ্লিক্সে দেখে নিতে পারেন নান্দনিক নির্মাণ "Qala"
Personal Rating - 8/10
Trailer