Mr. Nobody (2009)

Mr. Nobody ২০০৯ সালে মুক্তি পাওয়া হলিউডের একটি সাইন্স ফিকশন  মুভি। একটি পরিচালনা করেছেন  Jaco Van Dormael এবং মুখ্য চরিত্রে আছেন Jared Leto সহ আরো অনেকে, আর কারো নাম বললাম না এই জন্য যে এখানে প্রায় প্রত্যেকটা ক্যারেক্টারের জীবনের দুইটি পর্যায় দেখানো হয়েছে। 





মিস্টার নবডি ২০০৯ সালে খুব একটা সাড়া পাইনি। তবে সময়ের সাথে সাথে মানুষ এটাকে এখন বুঝতে পেরেছে, যারা সাইন্স ফিকশন লাভার আছেন,  Interstellar, Lucy এগুলোর মত সিনেমা দেখে অভ্যস্ত তাদের জন্য এটা একটা মাস্ট ওয়াচ, মুভিটির কনসেপ্ট বাটারফ্লাই ইফেক্ট নিয়ে, আমার এটা নিয়ে কিছু বলার ভাষা নেই, আমি যেহেতু সাইন্স ফিকশন মুভি লাভার  সেহেতু এটা আমার কাছে মাস্টারপিস লেগেছে,  আপনি ভাবতে পারবেন না সামনে কি কি হতে চলেছে।  আমাদের জীবনে অনেক এমন মুহূর্ত আসে যখন আমরা দোটানায় ভুগি, সঠিক সিদ্ধান্ত নিতে পারিনা, কেমন হবে যদি দুটো রাস্তাই আমরা একসাথে বেছে নিতে পারি।।  হ্যাঁ এখানে যে main actor রয়েছে তার জীবনটাও অমন এবং তিনি একসাথে অনেকগুলো জীবন অতিবাহিত করেছে,কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে!!  এটার জন্যই আপনাকে দেখতে হবে এই সিনেমাটি,  আপনার যদি বাটারফ্লাই ইফেক্ট সম্পর্কে ধারণা থাকে তাহলে এটি সম্পর্কে বুঝতে পারবেন, তবে অনেকের এটা হবে নতুন রকম এক্সপেরিয়েন্স, সিনেমা শেষ করার পরে আমি রিকমেন্ড করবো ইউটিউবে এর এক্সপ্লেনেশন ভিডিও দেখে নেওয়ার জন্য, এটাতে আপনার সমস্ত কনফিউশন  দূর হয়ে যায় ।। don't miss this if you are Sci-Fi lover. 

Personal Rating: 9/10

Imdb Rating: 7.7/10

Trailer: 


Post a Comment

Previous Post Next Post