Tu Jhoothi Main Makkaar (2023)

Tu Jhoothi Main Makkaa বলিউডের ২০২৩ সালের মুক্তি পাওয়া একটি মুভি। আমরা অনেকেই রণবীর কাপুর কে তার রমকম সিনেমার মাধ্যমে দেখে বড় হয়েছি। রণবীর কাপুরের প্রতি আমাদের প্রত্যেকের মনেই একটা সফট কর্নার  রয়েছে। তো এই ছবিটি ও ঠিক সেই ঘরানার। তবে যেহেতু পরিচালনা করেছেন লাভ রঞ্জন তাই ভাবতেই পারেন এটা কোন সাধারণ রমকম সিনেমা নয়। করোনার  পর এমন কোন ছবি আসেনি।সেই হিসেবে ছবিটি ছিল একদম রিফ্রেসিং। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর শ্রদ্ধা কাপুর। 




বিতে দেখা যায় রণবীর  কাপুর ও তার বন্ধু মিলে কোম্পানি চালায় যাদের কাজ হচ্ছে টাকা নিয়ে  রিলেশনে ব্রেকআপ করানো। তো একদিন দের সাথে দেখা হয়ে যায় শ্রদ্ধা কাপুরের তৎক্ষণাৎ  রণবীর কাপুর শ্রদ্ধা কাপুরের প্রেমে পড়ে যায়। শ্রদ্ধা কাপুরো তাকে মেনে নেয়, তারা প্রেম শুরু করে দেয়। এরপর কি ভাবছেন এটা কোন সাধারণ লাভ স্টোরি হবে? যদি এমনটা ভেবে থাকেন তাহলে আপনি একেবারেই ভুল।  কারণ এর পরই শুরু হয় আসল খেলা।  ছবিটিতে রয়েছে প্রচন্ড পরিমাণে টুইস্ট এন্ড টার্নস, যেগুলো সত্যিই বলিউডের কাছ থেকে অনেক দিন পর। ছবিটা আপনাকে শুরু পর্যন্ত বেঁধে রাখবে আর এর সাথে এর গানগুলো তো আছেই, প্রত্যেকটা গান যথেষ্ট পরিমাণে ক্যাচি এবং মনমুগ্ধকর যেটা সাধারণত বর্তমানের বলিউড সিনেমা গুলো তো দেখা যায় না। এবার আসা যাক পারফরম্যান্স, ছবিতে রণবীর কাপুর এজ ইউজুয়াল তাকে বিট করার মত কেউ নেই, আর এই ছবিতে শ্রদ্ধা কাপুরও ছিল অসাধারণ তাকে খুব বোল্ট ক্যারেক্টারে দেখা গেছে। এছাড়াও ছবিতে রণবীর কাপুরের মায়ের চরিত্রে ডিম্পেল কাপারিয়াকে দেখা গেছে, যার অভিনয় ছিল দুর্দান্ত, এর বাহিরে  বাকি সাপোর্টিং অ্যাক্টররাও ছিল অসাধারণ, ছবির নামের সাথে ছবিটা হান্ড্রেড পার্সেন্ট জাস্টিফাই করেছে, আপনি যদি রংকম লাভার হন তাহলে এক্ষুনি দেখে নিন মুভিটি, আর আপনি যদি প্রিয় দর্শনের সিনেমার ভক্ত হয়ে থাকেন তাহলে তো এটা আরেকটা মাস্ট ওয়াচ।  মুভিটিতে দুটো ক্যামিও  রয়েছে, যেগুলো আপ
নাকে সারপ্রাইজড করবে। 


Personal Rating : 7/10

Imdb rating: 6.1/10

Trailer: 


Post a Comment

Previous Post Next Post