Premam (2015)

"Where there is love there is life"
ভালোবাসা মানুষের জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কারো কারো মতে আসল ভালোবাসা একবারই হয় আবার কারো কারো মতে এটি অনেক বারই হয়ে থাকে। ঠিক এমন একটা স্টোরি নিয়ে "Premam" মুভিটি নির্মিত।
মালায়ালাম ইন্ডাস্ট্রির মুভি গুলো আমার কাছে অনেক পছন্দের।বিশেষ করে তাদের সিনেমেটোগ্রাফ, মুভির স্টোরি ইত্যাদি আমার কাছে মোস্ট ফেভারিট❤️।
এই মুভিটি আশা করি সবাই দেখেছেন।গ্রুপে ও এ মুভির বহু রিভিউ রয়েছে।তো মুভির কাহিনী সম্পর্কে কিছু বলা যাক।

https://www.imdb.com/title/tt4679210/



Movie:Premam
Language:Malaylam (Bangla Subtitle Available)
Imdb Rating: 8.3/10

Main Cast :

No spoiler

মুভিটিতে ডেভিড জর্জ নামের ব্যক্তির কিশোর বয়স থেকে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠার কাহিনী দেখা যায়।প্রথমে স্কুল জীবনে সে একটি মেয়েকে ভালোবাসতো।কিন্তু তারপর সেই জানতে পারে মেয়েটি অন্য কাউকে ভালবাসতো।এবং তারপর তার কলেজ জীবন এবং কর্মজীবনের কাহিনীও দেখানো হয। ডেভিড জর্জ্যের জীবনের তিনটি স্তরের কাহিনীকে উপস্থাপন করে মূলত এই মুভিটি।নিজের জীবনে প্রথমবারই কোন একটি মেয়েকে খুব ভালোবেসেছিল।তবে সেটিই তার শেষ ভালোবাসা ছিল না।জীবন তার থেমে থাকে না।সময়ের সাথে বেড়ে ওঠার পাশাপাশি তার সাথে নতুন মানুষের পরিচয় হয় এবং সেখান থেকেই নতুন প্রেমও❤️।
সাধারণ একটি গল্প কিন্তু ক্যারেক্টারগুলোর অসাধারণ অ্যকটিং এবং দারুন সিনেমাটোগ্রাফির মাধ্যমে মুভিটি আরও বেশি ফুটে উঠেছে এবং এই ক্যারেক্টারগুলোর সাথে নিজেকে কানেক্ট করতে পারবেন।মুভিটিতে সাই পল্লবীর (মালার) ক্যারেক্টারটি আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। তাকে মুভিতে যেন আরো বেশিই ভালো লাগছে❤️।বিশেষ করে তার অ্যাক্টিং যেন তার ক্যারেক্টারটাকে আরো বেশি জীবন্ত করে তুলেছে।তার পাশাপাশি নিবভিনের অ্যাক্টিংও ছিল মনোমুগ্ধকর।তাছাড়া ওই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো ছিল আরো দুর্দান্ত।কিছু কিছু সিন এবং তার ব্যাকগ্রাউন্ড মিউজিক আমাকে আরও বেশি মুগ্ধ করেছে।
Premam মালায়ালাম ইন্ডাস্ট্রির আমার দেখা ওয়ান অফ দা বেস্ট মুভি।যেমন দুর্দান্ত ছিল ক্যারেক্টার গুলোর অ্যকটিং তেমনি অসাধারণ তার সিনেমেটোগ্রাফি।ব্যাকগ্রাউন্ড মিউজিক,গান সবকিছুই আপনার মন ছুয়ে যাবে।রোমান্স জনরার পাশাপাশি এটির মধ্যে কমিডির মিশ্রনেও আছে।
কিছু কিছু মুভি থাকে যেগুলো মনের মধ্যে আলাদা একটা জায়গা করে নেয়, Premam ও তেমনই একটা মুভি।❤️
Just loved it❤️
সময় থাকলে অবশ্যই দেখে নেবেন।


Personal rating:9/10❤️


Post a Comment

Previous Post Next Post