Kathal: A Jackfruit mystery এটি ২০২৩ সালে সম্প্রতি মুক্তি পাওয়া নেটফ্লিক্স এর একটি বলিউড মুভি। ছবিটি পরিচালনা করেছেন ধরনের মিশ্রা এবং মুখ্য চরিত্রে আছেন সানিয়া মালহত্রা আনন্ত জসিম এবং বিজয় রাজ, এবং রাজপাল যাদব সহ আরো অনেকে।
কাঁঠাল ছবিটি সোশ্যাল পলিটিক্যাল কমেডি মুভি। ছবিটিতে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের বর্তমান সমাজের বাস্তবতা। ছবিতে দেখা যায় এক লোকাল পলিটিশিয়ান এর কাঁঠাল চুরি হয় এবং এটার জন্য বিশাল শোরগোল শুরু হয়ে যায়, পুলিশকে তদন্ত করতে দেওয়া হয়, সাংবাদিকরা রিপোর্ট করতে থাকে, এটা ন্যাশনাল ইস্যু হয়ে দাঁড়ায় , কিন্তু ওদিকে হিউম্যান ট্রাফিকিং এর মত অন্য একটি ইস্যু করে রয়েছে ৪০ জন মেয়েকে অপহরণ করা হয়, কিন্তু সেটা রেখে পুলিশ এই কাজে নেমে পড়ে ও পরিমহলের আদেশে । ছবিটিতে এই সিরিয়াস বিষয়টাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা প্রশংসার দাবিদার, আর এই ছবির কমেডি ও খুবই সার্টেইল রাখা হয়েছে, এই ছবিটির মূল উদ্দেশ্য কমেডি ছিল না বরং আমাদের বর্তমান সমাজের বাস্তবতা উপস্থাপন করা হয়েছে এই ছবির মাধ্যমে, এবং আপনি এই ছবিটি দেখলে রিলেট করতে পারবেন সেটা আর বলা বাকি রাখে না। ছবিতে প্রত্যেকের পারফরম্যান্স ভালো ছিল, এবং পরিচালককেও ধন্যবাদ এমন একটি ছবি এই সময়ে উপস্থাপন করার জন্য। প্রত্যেকের উচিত ছবিটা একবার দেখা।
Personal rating : 6/10
Imdb : 6.8/10
Trailer: