একশন মুভি বলতে কি বুঝি? ধুন্ধুমার একশন উড়াধুড়া গাড়ি ব্লাস্ট নায়কের এক ঘুষিতে ভিলেন শুন্যে উড়ে যাওয়া ভিলেনের একটা গুলিও নায়কের শরীরে না লাগা আর নায়কের গুলি জীবনেও শেষ না হওয়া সাউথ ফ্যানরা নিশ্চয়ই রিলেট করতে পারছেন?এমন জিনিস কিন্তু হলিউড এও যে একেবারে নেই তা নয় কিন্তু এমন কিছু একশন প্যাকড হলিউড মুভি রয়েছে যার মধ্যে ধুন্ধুমার একশনের সাথে ডিটেইলস এবং স্টোরি বিল্ডআপ এর প্রতি এতো খেয়াল রাখা হয়েছে যা আসলেই অবাক করার মতো তেমনই একটি ফিল্ম সিরিজ জন উইক।যা দেখার পরে একশন ফিল্ম সম্পর্কে আপনার ধারনা পাল্টে যেতে বাধ্য।
Movie: John Wick Chapter 1
Director: Chad Stahelski
Box office:86m USD
Imdb:7.4/10
No spoiler
রিটায়ার্ড হিটম্যান জন উইক যিনি তার কাজের জন্য এতো এতো বেশি পরিচিত যে সমগ্র হিটম্যান ওয়ার্ল্ডে তিনি Babayaga বা Boogeyman হিসেবে পরিচিত। সে এমন একজন Assassin যিনি কোনো কন্ট্রাক্ট হাতে নেওয়া মানে সফলতার হার ১০০ তে ১০০।তবে একসময় সে এগুলা ছেড়ে তার স্ত্রী কে নিয়ে সাধারণ জীবন যাপন শুরু করে। তবে এক দুরারোগ্য রোগে তার স্ত্রী মারা যায় এবং জন আবার একা হয়ে যায়। আস্তে আস্তে সে সেটাকে মানিয়ে নিয়ে ভালো থাকার চেষ্টা করে। কিন্তু যেই লোকটার অতীত বিশ্বের সবচেয়ে ডেঞ্জারাস Assassin হিসেবে সে কি এখনই সব ছেড়ে দিতে পারবে??তার অতীত কি তাকে ছেড়ে দিবে বা যখন কোনো ২ দিনের মস্তান তার সাথে টক্কর নেয়ার সাহস দেখাবে সে কি কন্ট্রোলে থাকতে পারবে? জানতে হলে দেখে ফেলুন এই অসাধারণ মুভিটি ।
Personal review
সত্যি বলতে একশন সিনেমা যে এতো হাইলি ডিটেইল্ড এমন অসাধারণ সেটআপ এর মধ্য দিয়ে যেতে পারে তা আপনি জন উইক না দেখলে বুঝবেনই না।আর এর ইউনিভার্স যেনোতেনো না এখানে রীতিমতো সবাই একেকজন কিলিং মেশিন যেনো কেউই কারোর থেকে কম না।আর ফাইট সিকুয়েন্স গুলা আপনি দেখলেই বুঝবেন যে এই মানের একশন সত্যি খুবই কম দেখতে পাওয়া যায়। আর সবচেয়ে বেশি কৃতিত্ব দিতে হয় সুপারস্টার কিয়ানু রিভস কে তার রিদম দেখে বুঝার উপায় নেই যে বান্দা জীবনের ৪০ এর বেশি বয়স পার করছেন।
Best action packed franchise for me
Personal rating 9/10
Trailer