উনিশ ২০ গত ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ওটিটি প্লাটফর্ম চরকি তে মুক্তি দেওয়া হয়। ছবিটি পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান যিনি এর আগে চরকিতে নেটওয়ার্কের বাইরে ছবিটি দিয়ে লাইমলাইটে এসেছেন, তবে বেশ কয়েক বছর আগে তার পরিচালিত বড় ছেলে টেলিফিল্মটি বেশ প্রশংসা পায় এবং অনেকেরই মনে যায়গা করে নেয়। উনিশ ২০ ছিবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ ও আফসানা আরা বিন্দু।
মিজানুর রহমান আরিয়ান কে নিয়ে নতুন করে কিচ্ছু বলার নাই, এর আগে তার নেটওয়ার্কের বাইরে মানুষের মাঝে কি পরিমান সারা ফেলেছিলো তা তো কারোরই অজানা না, তার কাজ যথাযথই ভালো হয়, উনিশ ২০ তার ব্যতিক্রম নয়। আজকের সময়ে এসে ভালো রম-কম ছবি খুব একটা দেখা যায় না, সেখানে দাঁড়িয়ে উনিশ ২০ কনফার্ম A+ পাবে। শুভ ও বিন্দুকে এতদিন পর স্ক্রিনে দেখে সত্যি মন ভরে গেলো। বিশেষ করে বিন্দুকে এতদি৷ পর পর্দায় দেখে। ছবিতে তারা একজন আরেকজনের কলিগ হিসেবে অভিনয় করেছেন। কি দারুন ছিলো তাদের কেমিস্ট্রি, এতোটা মিস্টি এবং মানানসই যা আপনার ভালো লাগতে বাধ্য, আর দুইজনের এত মেচিইর ও সাবলীল অভিনয় সত্যি ভালো লাগার মত। এই ছবির আরেকটা পজেটিভ দিক হচ্ছে এর গানগুলো, এত সুন্দর লিরিক্স আর মিউজিক গেলো কয়েক বছরে কোন বাংলা সিনেমায় দেখেছি বলে মনে পরে না।
সবমিলিয়ে এটি এবারের ভালোবাসা দিবসের একটি মিষ্টি ট্রিট ছিলো। আপনি সিংেল হলেও সমস্যা নেই, আমিওতো সিংেল ভাই👀, এখনই দেখে নিন।৷
Trailer: