Orphan: First Kill

Orphan: First Kill ২০২২ এ মুক্তি পাওয়া হলিউডের একটি সিনেমা যেটি ২০০৯ এ মুক্তি পাওয়া সিনেমা Orphan এর সিকুয়াল। সিনেমাটি পরিচালনা করেছেন William Brent Bell এবং মুখ্য কিছু চরিত্রে অভিনয় করেছেন Isabelle Fuhrman, Julia Stiles, Matthew Finlan, Rossif Sutherland ও Kennedy Irwin। 



Orphan সিনেমার প্রথম পর্ব যারা দেখেননি তাদেরকে বলবো সেটি প্রথমে দেখার জন্য যেটা মাস্টারপিসের চেয়ে কম নয়, Orphan: First Kill এ তারপরের ঘটে যাওয়া কাহিনি দেখানো হয়েছে। Orphan সিনেমাগুলোর দুটো পর্বেই আমরা Isabelle Fuhrman কে দেখতে পাই, যার উপর ভিত্তি করেই এই সিনেমাগুলো। যেহেতু এই সিনেমার প্রথম পর্ব৷ ২০০৯ এ এসেছিলো এবং Isabelle Fuhrman কে সেখানে ছোট বাচ্চার চরিত্রে দেখা যায়, তাই প্রশ্ন ছিলো এত বছর পর তাকে সেই ছোটবেলার লুকে কিভাবে ফিরিয়ে আনা যায়, যেই কাজটা মেকাররা খুব ভালোভাবেই করতে পেরেছেন, Isabelle Fuhrman এর জন্য একজন বডি ডাবল ব্যবহার করা হয়েছে সিনেমাটিতে যেটা প্রপার হয়েছে। সিনামর মুখ্য চরিত্রতে অভিনয় করা Isabelle Fuhrman কে এখানে একজন সাইকোপ্যাথের চরিত্রে আপনারা দেখতে পারবেন যে কতটা ভয়ংকর তা তার কাজ না দেখলে বুঝতে পারবেন না। 

সিনেমায় যথেষ্ট ভায়োলেন্স রয়েছে এবং ডিস্টার্বিং ও বটে। যদি আপনি এখনও সিনেমাটি না দেখে থাকেন এখনই দেখে ফেলুন,  প্রথম পর্বটা সবার আগে দেখে নিন। 


এই রিভিউতে তেমন কিছুই বলিনি কারন কিছু একটা বলে দিলেই কিছু না কিছু স্পয়েল হয়ে যাবে, যেটা আমি একদম ই চাই না। আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি এখানে লুকিয়ে রেখেছি, যাতে আপনার জন্য যথেষ্ট Shocking Value সিনেমার মধ্যে থাকে। 


Personal Rating : 7/10

Imdb Rating : 5.9/10

Trailer: 


Post a Comment

Previous Post Next Post