𝗠𝗶𝘀𝘀𝗶𝗼𝗻 𝗠𝗮𝗷𝗻𝘂 Movie - 𝟮𝟬𝟮𝟯
# spoiler_alert
হিন্দি স্পাই-থ্রিলার জনরার বলিউড সিনেমা "মিশন মজনু",যেটা ২০২৩ এ রিলিজ হয়েছে।শান্তনু বাঘচীর নির্মাণে প্রথম সিনেমা এটি।
অভিনয়ে ঃ তারিক ( সিদ্ধার্থ মালহত্রা ), নাসরিন ( রাশ্মিকা মান্দানা ) মূল চরিত্রে।
ডিরেক্টর ঃ শান্তনু বাগচি
রিলিজ তারিখ ঃ ২০ জানুয়ারি ২০২৩
রানিং টাইম ঃ ২ ঘন্টা ৯ মিনিট
#Netflix
সিনেমার গল্পটি হলো ১৯৭৪ সালে ভারতের প্রথম পারমানবিক টেস্ট সফল হওয়ার পর পাকিস্তান সিদ্ধান্ত নেয় তারাও বেশ শক্তিশালী বোমা তৈরি করবে। সীমান্তের ওপারে তারিক চরিত্রে মানে (সিদ্ধার্থ মালহত্রা) ছদ্মবেশে ভারতের এজেন্ট হয়ে কাজ করে। তার বাবাকে একসময় ভারত বিশ্বাসঘাতক বলে চিহ্নিত করেছিল সেকারণেই সে ভারতের হয়ে কাজ করার সিদ্ধান্ত নেয়।
পরে তারিক কিভাবে সেই পারমাণবিক বোমা তৈরির গল্পের মধ্যে ছদ্মবেশে কিভাবে যুক্ত হয়ে কাজ করা শুরু করে তাই নিয়েই সিনেমার গল্প আগাতে থাকে...
এখানে আরো নাসরিন ( রাশমিকা ) যে কিনা তারিক এর বউ চরিত্র এ অভিনয় করেছেন তাকে এখানে অন্ধ হিসেবে দেখানো হয়েছে কিন্তু সেটা একটু বেশি আনরিয়ালস্তিক মনে হয়েছে।
সিনেমার কনসেপ্ট সত্য ঘটনার উপর হলেও কাল্পনিকতা বেশি প্রয়োগ করা হয়েছে। যার কারনে মুভির মান কমে গেছে।
কিন্ত সিধার্থ এর অভিনয় দক্ষতার জন্য মুভিটা দেখতে ভালো লাগবে।
kbecker33@aol.com:Kajoch94 |
ReplyDelete