FIRE WILL RAIN, WHEN I RISE.
SERIES : WEDNESDAY
Imdb: 8.4/10
Rotten Tomatoes : 72%
Genre: Fantasy, comedy horror, supernatural
P.R: 8.5 /10
Light Spoiler ⛔
নভেম্বর
মাসের শেষের দিকে নেটফ্লিক্সে মুক্তি
পেয়েছিল Wednesday. মুক্তির সাথে সাথেই তুমুল
জনপ্রিয়তা পায়। আর স্ট্রেঞ্জার্স
থিংস কে পিছনে ফেলে
কোন ইংলিশ সিরিজ হিসেবে সবচেয়ে বেশি ভিউয়ের রেকর্ড
এখন এই সিরিজের।
Trailer:
#গল্প
সিরিজের পুরো গল্পটাই Wednesday Adams কে ঘিরে। Wednesday Adams ভয়হীন, অনুভূতিহীন
একপ্রকার সাইকোপ্যাথ টাইপ একজন টিনেজার।
সে একবার একটা সুইমিংপুলের মধ্যে
piranha fish ছেড়ে দিয়েছিল কাউকে মারার জন্য। তারপর তাকে স্কুল থেকে
বের করে দেয়া হয়।
আর তারপর তাকে নিয়ে যাওয়া
হয় ভিন্নধর্মী একটা স্কুলে যার
নাম ছিল Nevermore. আর সেখানে যাওয়ার
পর থেকেই ঘটতে থাকে অদ্ভুত
সব ঘটনা। নেভারমোরের জংগলের মধ্যে হতে থাকে একের
পর এক খুন।আর এভাবেই
সিরিজের কাহিনি এগুতে থাকে।
#nevermore school অনেকটা
Hogwarts এর মতো। এই স্কুলের
সব স্টুডেন্ট outcast. তাদের মধ্যে কেউবা ভ্যাম্পায়ার, কেউবা werewolf. আর এই স্কুলকে
ঘিরে রয়েছে অনেক রহস্য। সিরিজ
আর স্কুলের কয়েকটা জিনিস হ্যারি পটার এর সাথে
সাদৃশ্য রয়েছে। আর এই কারণেই
শেষের টুইস্টটা আগে থেকেই আন্দাজ
করতে পারছিলাম।
#ব্যাক্তিগত
মতামত সিরিজটা শুরু থেকে শেষ
পর্যন্ত বেশ উপভোগ্য ছিল।
বোরিং হওয়ার কোন চান্স ছিলনা।
কমেডি সিনগুলো সত্যিই ভালো ছিল। আর
Wednesday নেভারমোর স্কুলে যাওয়ার পর থেকেই একটা
মিস্ট্রি মিস্ট্রি ভাব ছিল।আর সবচেয়ে
বড় কথা এইটা দেখে
অনেকদিন পর হ্যারি পটার
এর ফিল পেলাম। যা
আমার কাছে সবচেয়ে বেশি
ভালো লাগছে।
#অভিনয়
Wednesday Adams চরিত্রে
Jenna Ortega পারফেক্ট ছিল। এরকম একটা
চরিত্র প্লে করা কোন
সহজ কথা না। এই
ক্ষেত্রে Jenna Ortega খুব ভালো করেছে।
তার লুক, বাচনভঙ্গি থেকে
শুরু করে সবকিছুই ভালো
ছিল। আর সবার অভিনয়
ঠিকঠাক ছিল। তবে Emma Myers প্লে
করেছিলেন Enid Sinclair
চরিত্রটা। ওনার অভিনয় আমার
কাছে একটু খারাপ লাগছে।
সিরিজের
সিনেম্যাটোগ্রাফি অসাধারণ ছিল।বিশেষ করে জংগলের সিনগুলোর।
বিজিএমও ভালো ছিল।বিজিএমটা হ্যারি
পটার থিম ছিল।
আবারো
বলতেছি হ্যারি পটারের সাথে এই সিরিজের
অনেক মিল খুঁজে পাবেন।
আর সিরিজটা শুরু থেকে শেষ
পর্যন্ত এনজয় করবেন।সব মিলিয়ে
জনরা অনুযায়ী পারফেক্ট একটা সিরিজ।
ধন্যবাদ🤍