Violent Night ২০২২ এ মুক্তি পাওয়া হলিউডের সিনেমা, যেটি পরিচালনা করেছেন Tommy Wirkola এবং সিনেমায় উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন David Harbour, John Leguizamo সহ আরো অনেকে। David Harbour কে আপনারা সবাই কমবেশি চিনবেন যারা Stranger Things দেখেছেন, তিনি একজন দারুন অভিনেতা এবং John Leguizamo কে আপনার John Wick এর সিনেমাগুলোতে দেখেছেন। সিনেমাটি মুক্তি পায় ২০২২ এর ক্রিসমাস এ।
Violent Night সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন David Harbour এবং এই সিনেমায় তিনি Santa Claus এর ভূমিকায় অভিনয় করেছেন, সিনেমায় দেখানো হয় সে প্রতি বছরের মত এবারও ক্রিসমাসে বাচ্চাদের জন্য ক্রিসমাস এর উপহার নিয়ে আসে, কিন্তু এবার তার সাথে ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এরপর তার সাথে কি কি হলো তা জানতে হলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। Home Alone সিনেমা ছোটবেলায় আমরা প্রায় সবাই দেখেছি, এই সিনেমাটা Home Alone এর আদলে নির্মান করা হয়েছে, এমনকি সেই সিনেমার অনেক রেফারেন্স ও এখানে দেওয়া হয়েছে। সিনেমায় ছোট মেয়ের চরিত্রে যে অভিনয় করেছে সেও যথেষ্ট প্রশংসার দাবিদার। সিনেমাটি Action এ ভরপুর এবং Action সিনগুলো একদম এ Raw, যা Action প্রেমিদের জন্য হবে ট্রিট। ১০০% রেকমেন্ড করার মত সিনেমা এই Violent Night এবং ২০২২ এর অন্যতম সিনেমা এটি।
Personal Rating : 8/10
Imdb Rating: 6.8/10
Trailer: