The Menu (2022) মুভি রিভিউ

The Menu 2022 এ সদ্য মুক্তি পাওয়া একটি হলিউড সিনেমা যেটি পরিচালনা করেছেন Mark Mylod এবং সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন Ralph Fiennes, Anya Taylor-Joy, Nicholas Hoult. এরা প্রত্যেকেই পরিক্ষীত অভিনয়শিল্পী যাদের কাজ আপনি এর আগেও কখনো না কখনো দেখেছেন, বিশেষ করে Anya Taylor-Joy কে অনেকেই চিনে থাকবেন যিনি বর্তমান সময়ের অন্যতম সেরা ও জনপ্রিয় অভিনেত্রী। 

The Menu সিনেমাটি আমেরিকান রিভিওয়াররা তাদের টপ টেন লিস্টের মধ্যেই রেখেছেন।




The Menu সিনেমাটি একটি দম্পতিকে কেন্দ্র করে তৈরি। যারা যারা একটি প্রত্যন্ত দ্বীপে একটি বিশেষ রেস্তোরাঁয় যান যেখানে বিশ্বের অন্যতম সেরা শেফ তাদের জন্য কিছু চমকপ্রদ ও আশ্চর্যজনক মেনু প্রস্তুত করেছেন। তাদের সাথে আরো অনেক সুনামধন্য ব্যক্তিবর্গও সেখানে যান। এরপর সেই বিশ্ববিখ্যাত শেফ তাদের জন্য একের পর এক ইউনিক মেনু পরিবেশন করতে থাকেন। কিন্তু মেনু যত সামনের দিক এগোয় সিনেমাটি তত ডার্ক হয়। এবং মেনুগুলোর ইতিহাসগুলোও হয় ভয়াবহ। এর বাইরে আর কিছু বলতে চাই না। হয়তো আপনার দেখার আগ্রহ বারানোর জন্য এটুকুই যথেষ্ট। 

মুভির কনসেপ্টটা দারুন ছিলো, মুভিটিতে সামান্য কিছু যায়গায় ডার্ক হিউমার রয়েছে। যেগুলো বেশিরভাগ যায়গায় কাজ করে না। আর এর এন্ডিং কনভিন্সিং লাগেনি আমার কাছে। পার্ফরমেন্স ছিলো দূর্দান্ত। মুভির লেন্থটা একটু বেশি বড় মনে হয়েছে। আর মুভিটা একটু স্লো- পেস্ড। লেন্থ কমিয়ে যদি আরেকটু কম্পেক্ট করা যেত তাহলে খুব ভালো হত আমার মতে। তাও সিনেমাটি রেকমেন্ড করার মত আর ওয়ান টাইম ওয়াচের জন্য পারফেক্ট। 


পারসোনাল রেটিংঃ ৬/১০

Imdb rating: 7.4/10


The Menu Trailer: 




Post a Comment

Previous Post Next Post