Mayashalik TV Movie (2022)

মায়াশালিক কিছুদিন আগে বাংলাদেশের ওটিটি Binge প্লাটফর্মে রিলিজ পাওয়া একটি ওয়েবফিল্ম যেটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এই ফিল্মের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক অপুর্ব এবং সাদিয়া আয়মান। এটি ২০০০ সালে মুক্তি পাওয়া দঃকোরিয়ান মুভি Il Mare এর আনঅফিসিয়াল রিমেক। মায়াশালিকের মেকার্সরা কোথাও মেনসন করেনি যে  এটা ইল মারে মুভিটির রিমেক যেটা একদমই আনপ্রফেশনাল। তবে আমি বলবো আপনি Il mare মুভিটি না দেখে থাকলে অবশ্যই একবার মায়াশালিক দেখুন। 



মায়াশালিকের কাহিনি মুলত দুইজন মানুষকে নিয়ে,  অভি এবং সারা এবং খুবই ইন্টারেস্টিংলি তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে যেটা অত্যন্ত মিস্টি একটা সম্পর্ক। কিন্তু ওয়েট আপনি যদি ভেবে থাকেন এটাই মূলত এই মুভিটির কাহিনি তাহলে আপনি ভুল। এখানে টাইমলুপের একটা অসাধারণ টুইস্ট আছে যেটা  আপনাকে একটা পর্যায়ে নারিয়ে দিবে। টাইমলুপ নিয়ে আমরা হয়ত অনেকেই অবগত আছি,  হয়তো আমরা অনেকেই হলিউডের মুভি Triangle, Source Code, Edge of Tomorrow বা  Looper এইগুলো দেখেছি, যারা দেখেছে তারা টাইমলুপ সম্পর্কে  যথেস্ট অবগত রয়েছে। ঠিক সেরকম ই কিছু আপনি মায়াশালিকে এক্সপেরিএন্স করবেন। আমি গল্পের ব্যাপারে কিছুই বলবো না, সামান্য বললেই হয়তো আপনার দেখার মজাটা কমে যাবে, তবে এটুকু বলতে পারি বাংলাতে এমন কাজ নতুন। এটি ইল মারে মুভির রিমেক হলেও ডিরেক্টর শিহাব শাহীন বাংলাদেশের প্রেক্ষাপটে খুব সুন্দরভাবে সেট করেছেন, আর যেই সমস্ত লোকেশনে শ্যূট করেছেন সেগুলো ছিলো পেয়ন্টিং মতন সুন্দর। গান, সিনেমাটোগ্রাফি এক কথায় দারুন।
এবার আসি পার্ফরমেন্স, প্রথমেই অপূর্ব, তার সর্বশেষ কাজ আমি দেখেছি ২০১৭ তে বড় ছেলে নাটকটিতে,  এতদিন পর তার কাজ দেখে ভালো লেগেছে, তিনি ভালো অভিনেতা, কিন্তু একরকম চরিত্র তিনি প্রায় প্রত্যেকটা কাজেই করে থাকেন এবং তাতে নতুন কিছু থাকেও না। যার কারনে তার কাজ দেখার আগ্রহ হয়ে ওঠে না। এখানেও তার কাজ আগের মতই, কিন্তু এরকমই একটা ক্যারেক্টার দরকার ছিলো, তিনি ভালোভাবেই তা পুলঅফ করেছেন, আর যেটা আগে বললাম তিনি ভালো অভিনেতা তার জোন-এ। এবার সাদিয়া আয়মান কে নিয়ে বলি। তিনিও তার ক্যারেক্টার এর প্রতি জাস্টিস করেছেন। তাকে একটি ইম-ম্যাচিউর মেয়ের ক্যারেক্টার দেয়া হয় যেটা তিনি ৯০ ভাগ জায়গায় খুব ভালোভাবে করেছেন। এমন মেয়ে মানুষের সাথে আপনি হয়তো পরিচিত। অনেকেই রিলেট করতে পারবে আর এটাই এই চরিত্রের বড় সফলতা। সাদিয়া কে আমার এই চরিত্রে এত ভালো লেগেছে যা বলার মত না দু-এক যায়গা ছাড়া, পুরোটা সময় ধরে তাকেই দেখতে, তার কথা শুনতে মায়ার মত কাজ করছিলো। 


আরো অনেককিছু বলতে ইচ্ছে করছিলো কিন্তু স্পয়লার দিতে চাই না। আপনাদের কাছে এটি ভালো লাগবে। শুরুতে আমি দেখিনি, ভেবেছি সাধারণ কোনো স্টোরি হবে, তবে টাইম লুপ এর ব্যাপারটা শুনে দেখে নিয়েছি এবং এই দেখা সার্থক হয়েছে। জানি এট রিমেক কিন্তু অনেক যত্ন নিয়ে বানানো কাজ। এটি Binge OTT Platform এ ফ্রি তে অ্যাভেইলেবল আছে।


Personal Rating: 7/10

Mayashalik Trailer: 


Post a Comment

Previous Post Next Post