Black War : Mission Extreme 2 Trailer কেমন ছিল

অবশেষে মুক্তি পেল আরেফিন শুভ অভিনীত ব্লাক ওয়ার মিশন এক্সট্রিম টু । এই মুভির প্রযোজক বা ডিরেক্টর সানি সানয়ার এবং ফয়সাল আহমেদ । ট্রেইলার কেমন ছিল এবং দর্শকের প্রতিক্রিয়া নিয়ে আজকে কথা বলব , তো চলুন শুরু করা যাক 



অভিনয়ে আরেফিন শুভ , তাসকিন রহমান , জান্নাতুল ফেরদৌস ঐশী , সাদিয়া নাবিলা , সুমিত সেনগুপ্তা , মিশা সওদাগর , হাসান ইমাম , ফজলুর রহমান বাবু , শহীদুজ্জামান সেলিম , শতাব্দি ওয়াদুদ , দিলারা জামান , লায়লা হাসান , ইরেশ জাকের , মাজনুন মিজান মনোজ প্রামানিক আরিফ সাঈদ খালিদ হাসান রুমি , খুসরু পারভেজ ।


এবং বিশেষভাবে থাকছে ববি হক ।



শুরুতে একদল পুলিশকে মিশন এ দেখা যায় । টেইলারে তাসকিন রহমান কে বিশেষভাবে দেখা যায় তাসকিন রহমান ওরফে সাব্বির মিশন এক্সট্রিম ১ এ ও ছিল , তার অভিনয় বরাবরই ভাল ছিল । ভিলেন হিসেবে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করে । Trailer দেখে মুভিটি দেখার আগ্রহ জাগাবে এটাই বলব । ওভারঅল , ভিএফএক্স গ্রাফিক্স সব কিছুই ঠিক ছিল ।

ট্রেইলার টি নিচে থেকে দেখে নিন ।

Trailer :




দর্শক প্রতিক্রিয়া : ইউটিউব এবং ফেসবুক উভয় প্লাটফর্মে ব্যবহারকারীরা পজিটিভ কমেন্ট ই করেছেন । অপেক্ষায় রয়েছে মুভিটি কবে রিলিজ হচ্ছে অনেকে আবার বাংলাদেশের এই মুভির প্রশংসা করেছে , এখন দেখা যাক রিলিজের পর মুভিটির মার্কেট কিরকম হয় , আশা করছি অন্যান্য ছবির চেয়ে ভালই হবে ।

মুভিটি রিলিজ পাবে ১৩ ই জানুয়ারি ২০২৩ এর সাথে সাথে আরও ১৫ টি দেশে মুক্তি পাবে ।


ট্রেইলার টি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু , তো আজকে এটুকুই , ভালো থাকবেন ।

jannatul ferdous oishi



Post a Comment

Previous Post Next Post