Pathan Movie Review - A Stunning and Unforgettable Movie Experience !

Welcome to the Wox Review of the much-awaited Pathan movie. Starring Shah Rukh Khan, Deepika Padukone, and John Abraham, this movie has surely created a lot of buzz. The movie is an action-packed spy-thriller and promises to be filled with edge of the seat moments.



The story of Pathan revolves around SRK's character, an Indian raw agent, who is hired to take down a global terrorist. As the story unfolds, SRK unravels the mystery behind the terrorist's motives. The movie is full of thrilling action sequences and intense moments, which will keep you on the edge of your seat throughout.


The cast of the movie has delivered some stellar performances. Shah Rukh Khan has put up a great show as the RAW agent, Deepika Padukone has once again proved her acting prowess with her performance, and John Abraham too has managed to make an impact with his villainous character.


The film is a stylish, edge-of-your-seat action thriller that keeps you on the edge of your seat with its thrilling stunts and intense action sequences. Shah Rukh Khan is excellent in his role as the undercover agent and he performs with energy and charisma. Deepika Padukone is also excellent as the mentor to Pathan and she brings an emotional depth to her role. John Abraham is also great as the mysterious villain and he brings an intimidating presence to the movie.


The cinematography of the movie is stunning and the action sequences are incredibly well choreographed. The soundtrack is also very impressive and adds to the atmosphere of the movie. The story is well-paced and engaging, and the movie is definitely worth watching.


Overall, Pathan is an entertaining action-thriller that is sure to keep you at the edge of your seat with its thrilling stunts and intense action sequences. The movie is well-acted, beautifully shot, and has an interesting story that will keep you engaged. This is a must-watch movie and we highly recommend it.

Trailer:




The music of the movie is composed by Vishal and Shekhar and has already become quite popular. The songs are catchy, melodious and are sure to linger in your mind for a long time.


The movie is shot beautifully and takes you on a thrilling ride. It is full of twists and turns and has something to offer for everyone. The action sequences are shot brilliantly and are sure to keep you hooked.


Pathan is an entertaining action-thriller with SRK delivering a power-packed performance. The action sequences, the gripping story, the amazing locations and the talented cast, all add up to make it a must-watch movie. Wox Review highly recommends Pathan; it's an action-packed entertainer and a perfect movie for this season.


Overall, Pathan is sure to be a winner at the box office and can be considered as one of the best action-thrillers of the year. We give it a 4/5 stars and highly recommend it. So go ahead and watch Pathan to experience an amazing action-filled ride.

1 Comments

  1. মুক্তি পেল পাঠান। শাহরুখ-দীপিকার জুটি ফের হাজির বড়পর্দায়। সঙ্গে আবার জন-ও! চার বছর পর কিং খানের এই কামব্যাক ছবি কেমন লাগল?
    কোনও ঘুর কথা নয়। সোজা কথা সোজা ভাবেই বলছি প্রথমে। কেন পাঠান দেখতে যাবেন না? প্রথমত, শাহরুখের হট লুক দেখে ধপাধপ ক্রাশ খাবেন। এই ৫৭ বছরের লোকটার যে এই রকমের ফিজিক হতে পারে দেখলে মাথা ঘুরে যাবে, জিমে যাওয়ার নেশাও ধরতে পারে! দীপিকাকে দেখে অবচেতনেই 'উফ' বলে ফেলবেন বারবার। যাঁরা ভেবেছিলেন হলে গিয়ে ঘুমাবেন, তাঁরা ঘুমনোর জন্য একদম যাবেন না, কারণ ঘুমাতেই পারবেন না। যাঁরা ভেবেছিলেন শাহরুখের নিন্দে করবেন বলে হলে যাবেন, তাঁরাও যাবেন না। কারণ, ইয়ে ওই স্কোপটাই পাবেন না। আর ও হ্যাঁ, এত হাততালি আর সিটির আওয়াজ পাবেন যে কিছু সংলাপ মিস করেও যেতে পারেন! ফলে বুঝে গেছেন কেন 'যাবেন না' এই সিনেমা দেখতে?

    এবার আর সিনেমার কথায়, চার বছরের অপেক্ষা সার্থক! কিং নিজের ফর্মে ফিরে এসেছেন। না কেবল ফিরে আসেননি। তিনি এসেছেন, অভিনয় করেছেন, আর জয় করে নিয়েছেন। '৫ সেকেন্ড' বলে প্রথম দৃশ্যে ওই এক চিলতে রোদ পড়া রক্তচক্ষু শাহরুখ চেনা মেজাজেই পাঠান ছবিতে ধরা দিলেন।
    পাঠানে শাহরুখ খানকে র-এর এজেন্টের ভূমিকায় দেখা গিয়েছে। কোভিড ১৯ -এর পর আরেক অতিমারি হতে পারে এমন ভাইরাস সহ আরও অনেক কিছুর বিরুদ্ধে কীভাবে তিনি লড়াই করেন সেটাই এই ছবিতে তুলে ধরা হয়েছে। অবশ্য দেশের জন্য লড়াই করতে গিয়ে প্রেম করতে ভোলেন না পাঠান! আর পাঠান যাঁর প্রেমে পড়েছেন তাঁর চরিত্র নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে, তিনিই কী আসল ভিলেন? না, এই উত্তর আমি দেব না। বরং এই উত্তর খুঁজতেই আপনার হলে যাওয়া উচিত।

    এবার আসি, মূল ভিলেনের কথায়। শাহরুখের থেকে কিছু কম নজর কাড়েননি জন আব্রাহাম ওরফে জিম। তাঁর ফার্স্ট লুক আর সঙ্গে বাঁশির শব্দ আপনাকে মুগ্ধ করবেই। তাঁর দুই চোখে প্রতিশোধের হিংসের বদলে সেই রাগ, ক্ষোভ বুঝতে এতটুকু অসুবিধা হবে না আপনার। এখানে তাঁকে দেখা যাবে এক প্রাক্তন ভারতীয় সেনার চরিত্রে। কিন্তু এক ভারতীয়, তাও আবার দেশের বীর সন্তানই কিনা শেষ পর্যন্ত নিজের দেশের বিরুদ্ধে অস্ত্র ধরল! হ্যাঁ, ধরল। আর তার নেপথ্যে আছে এক বিশাল বড় কারণ। সেই কারণই তাঁকে তাড়া করে বেরিয়েছে প্রতিশোধ নেওয়ানোর জন্য।
    ফলে ছবি মূল তিন চরিত্রকে দুরন্ত বললেও কম বলা হবে। আর ইয়ে, শাহরুখ আর দীপিকার রসায়ন না বড়ই হট আর সিজলিং! এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ডিম্পল কাপাডিয়াকে অনবদ্য লেগেছে। তিনি এখানেও একদম অচেনা অবতারে ধরা দিয়েছেন। বাদ যাননি আশুতোষ রানাও।

    আরে, ভাইজানকে কী করে বাদ দিই! একটি বিশেষ দৃশ্যে, পূর্ব ঘোষণা মতোই সলমন খানকে দেখা গেল। দুই খানের যুগলবন্দী অ্যাকশন দৃশ্য আপনার নজর কাড়বেই! একই সঙ্গে টাইগার ছবিতে যে পাঠানকে দেখা যাবে সেই আভাসও পেয়ে যাবেন।

    ফাটাফাটি অ্যাকশন দৃশ্য রয়েছে এখানে। সে প্রথম দৃশ্যে শূন্য থেকে নায়কের বন্দুক লুফে নেওয়া হোক বা গুন্ডাকে একহাতে টানতে টানতে নিয়ে যেতে গিয়ে শত্রুপক্ষকে গুলি ছোঁড়া হোক, সবেতেই তিনি সাবলীল। বেশ কিছু হেলিকপ্টার শট আছে এই ছবিতে, যা আপনার বিপি বাড়ানোর জন্য যথেষ্ট। গাড়ি, লরি, ট্রেন, হেলিকপ্টার সব কিছুর উপর যুযুধান দুই পক্ষকে লড়াই করতে দেখবেন এই ছবিতে। বলা ভালো এই অ্যাকশন দৃশ্যগুলোই হচ্ছে এই ছবির ইউএসপি।

    সিনেমাটোগ্রাফি দুর্দান্ত এই ছবির। টানটান স্ক্রিপ্ট একদম। এতটুকু ঝিমিয়ে পড়েনি কোথাও। কিছু জায়গা প্রেডিকটেবল মনে হলেও, কিছু জায়গায় একদম চমকে যাবেন। আবার কিছু জায়গায় আপনার হাতের নখ কামড়াতে ইচ্ছে করবে, এতটাই রুদ্ধশ্বাসময় অবস্থা সেখানে। তবে হ্যাঁ, দর্শকরা একটি জায়গায় হ্যাপি নিউ ইয়ার ছবির দৃশ্য ফিরে পাবেন।

    ReplyDelete
Previous Post Next Post