The Wonder (2022) Review - মুভি শর্ট রিভিউ।

Movie Name : The Wonder


Spoiler Free…
 
১৮৬২ সাল। স্বামী-সন্তান হারানো বিধবা মিস রাইট নার্সের কাজ করেন। এজেন্সি কতৃক শহর থেকে বাইরে একটা গ্রামে তাকে ডাকা হয়। গ্রামের চার্চের কমিটি তাকে ও একজন নান কে অ্যানা নামের একটা মেয়ের দেখাশোনার জন্য নিয়োগ করে। তাদের নিয়োগ করা হয়েছিল অদ্ভুদ একটা কারণে। অ্যানা নাকি তার ১১ তম জন্মদিনের পর থেকে প্রায় ৩-৪ মাস হয়ে যাচ্ছে পানি ছাড়া কিছু খাচ্ছে না। এত বড় একটা সময় সে না খেয়ে কিভাবে বেঁচে আছে সেটা জানার উদ্দেশ্যেই মূলত মিস রাইটকে নিয়োগ করা হয়। শুরু হয় মিস্টেরিয়াস-ড্রামা জনরার গল্প….
পিওর স্লো পেজড। এই টাইপের সিনেমা দেখাতে একটু অনভস্থ্য আমি, তারপরেও দেখলাম আর কি। স্টোরিলাইন সরল, তবে মিস্টেরিয়াস ভাবটার কারণে সরলকে সরল লাগে নাই। যেকোন সময় যেকোনো দিকে ঘটনা মোড় নিতে পারে এমন মনে হচ্ছিলো। অভিনয়ে মিডসোমার খ্যাত ফ্লোরেন্স এবং কিলা লর্ড ক্যাসেডি চমৎকার অভিনয় করেছে। সিনেমাটোগ্রাফীটা অসাধারণ, চোখে লেগে থাকার মত৷ মিউজিকটাও বেশ।

Trailer :



ব্যাক্তিগত ভাবে আমার বেশ ভালই লেগেছে। স্লো পেজড দেখার অভ্যাস যাদের আছে তারা দেখতে পারেন। বাকিরাও দেখতে পারেন, তবে বোর লাগতে পারে।

Released Date : November 2, 2022 (Netflix)

Director : Sebastian Lelio

Cast : Florence Pugh, Kíla Lord Cassidy, Tom Burke

Language : English (Primary) , Hindi (Dub)

Subtitle : English

Genre : Slow Paced, Mystery-Drama

IMDB Rate : 6.7 out of 10

Letterboxd Rate : 3.5 out of 5

Post a Comment

Previous Post Next Post