Sita Ramam Movie Review : [2022]
Sita Ramam Movie Review Rating : 8.6/10
Personal Rating : 10/10
একটা সুন্দর ভালোবাসার গল্প ❤️🖤
অভিনয়ের কথা আসলে দুলকার সালমান একদম চরিএের সঙ্গে মিশে গিয়েছিল। মনে হলো আসলেই কোন সিপাহী কে সামনে দেখছি। আর এখানে মূনাল ঠাকুর অসাধারণ অভিনয় করেছেন। তিনি দেখতেও অনেক কিউট আর চরিত্রে টাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। এখানে রাশমিকার চরিত্রে বেশ স্টং। সেও ভালো অভিনয় করেছে।
আর মুভির গান গুলার মাঝে আপনি হারিয়ে জাবেন। অসাধারণ সব গান। আর অসাধারণ সব লোকেশনে। যেন চোঁখের শান্তি। আর মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আমার চরম ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক জানো কাহিনী সঙ্গে একদম মিলে যাচ্ছিল। আসলেই একটা মাস্টারপিস মুভি। যারা এখনো দেখেন নাই দেখে নিন, ভুলেও মিস করেন না।
এই মুভির গল্পটা অনেক মিষ্টি একটা গল্প সবারই ভালো লেগেছে মুভিতে রাম চরিত্রে অভিনয় করেছে দুলকার সালমান এবং নুরজাহান তথা সীতা চরিত্রে অভিনয় করেছে মূনাল ঠাকুর দুজনে অভিনয় এত সুন্দর ছিল যে দেখার মতো । দুজনের অভিনয় আমার খুব ভালো লেগেছে তাছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক টি খুব ভালো ছিল সাথে কালার কম্বিনেশন সবকিছুই ঠিক ছিল।
কাহিনী : এই মুভিতে রাম একজন অনাথ সৈনিক যার কেউ নেই একদিন এসে কথা তিনি রেডিওর সামনে প্রকাশ করেন তারপর সারা ইন্ডিয়ার মানুষ তাকে চিঠি লিখতে শুরু করে কেউ বোন কেউ ভাই কেউ ছেলে এভাবে সবাই চিঠি লিখতে ছিল কিন্তু হঠাৎ তিনি একটা চিঠি দেখলেন যেটা তাকে একটা মেয়ে লিখেছে তার স্বামী হিসেবে , বিষয়টা অবাক করার মতো না সত্যি রামকেও ঠিক তেমনি অবাক করেছিল কিন্তু চিঠির সাথে কোন ঠিকানা দেওয়া ছিল না শুধু নাম সীতা তাই রাম সেই চিঠির উত্তর দিতে পারেনি , এদিকে সেই মেয়ে চিঠি লিখতেই থাকে ঠিকানা ছাড়া । তো একদিন সে চিঠিতে বলে ফেলে যে সে এক জায়গায় ট্রেনে করে যাচ্ছে রাম সেই সুযোগটি নেই সে সেই ট্রেনে চড়ে ফেলে এবং সেই ট্রেনে খুঁজতে খুঁজতে তার সাথে দেখা হয়ে যায় ( খোঁজার কাহিনীটা অনেক মজার ছিল যেটা মুভিটা না দেখলে বুঝতে পারবেন না ) ।
আসলে এই চিতা ছিল প্রিন্সেস নুরজাহান , প্রিন্সেস হয়েও সামান্য একজন সৈনিককে ভালোবেসে তাকে অনেক বাধা সমুক্ষীন হতে হয় তবুও সে কাশ্মীরে রামের কাছে চলে যায় ।
মুভিতে রাম এবং সীতার একসাথে হওয়া হয় না যেটা মুভিটিকে একটি নতুন মাত্রায় রূপ দিয়েছে হাজারো দর্শক কেঁদেছে সর্বশেষ শুধু একটি চিঠি সীতা ( Mrunal Thakur - Princess Noor Jahan ) পায় ।
সত্যি মুভিটা এতো রোমান্টিক ছিল কিন্তু রোমেন্স ছিল না তবুও এত ভালো লাগে আমি অনেকবার দেখেছি তবুও বারবার দেখতে ইচ্ছে করে এবং শেষে যে কাহিনীটা হয় সেটা সবাইকে আমার মতে প্রায় সব চোখে পানি এনে দেয় ।
অন্যদিকে আফ্রীন চরিত্রে অভিনয় করেছে আপনাদের সবার ক্রাশ Rashmika Mandanna ( Afreen ) , আর অভিনয়েও ভালো লেগেছে , বলা যায় সবকিছু ঠিক ছিল ।
Rashmika Mandanna - Afreen |
আমার বলা কথাগুলোতে অপূর্ণতা ছিল মুভিটি এতই ভাল ছিল যে দর্শককে পুরো মুভি দেখাতে আগ্রহী করে তুলেছিল ।
সর্বশেষ একটা কথা বলতেই হয় , মুভিটি আপনি না দেখে থাকলে মিস করবেন ।
Release Platform : Amazon Prime Video
Language : Hindi , English
Release Date : August 5, 2022
Director: Hanu Raghavapudi
Music composed by: Vishal Chandrasekhar
Budget: 300 million INR