#spiler-alart
Mind Blowing🔥
বছরের সেরা ক্রাইম থ্রিলার মুভি আমার দেখা। যারা ইন্ডিয়ান Ratsasan দেখেই ফিদা তাদের চোখ কপালে উঠবে। একদিকে ৫ জনের মধ্যে চলছে মৃত্যুর খেলা অর্থাৎ " Squid Game " টাইপ গেইম। অন্যদিকে শহরে একটার পর একটা লা*শ পাওয়া যাচ্ছে। কি*লার অন্তরালে। গেইম দেখবেন নাকি টুইস্টে ভরা ইনভেস্টিগেশন দেখবেন? প্রতিটি দৃশ্যতে টুইস্ট আর গেইম গুলো তো মজাই মজা। এই ধরনের কিছু মিস করতে না চাইলে দেখতে বসে পড়ুন " Jigsaw " মুভিটি।
Movie: " Jigsaw "
Director: Michael Spierig, Peter Spierig
Cast: Tobin Bell, Hannah Emily Anderson Etc
Country: Canada
Genre : Horror / Thriller
What a Story! একদিকে সিরিয়াল কি*লার অন্তরালে থেকে একটার পর একটা খু*ন করে লা*শ ফেলে রাখছে শহরের আনাচে কানাচে। অন্যদিকে চলছে এক চোখ কপালে উঠা গেইম শো। জাস্ট স্ক্রিন থেকে চোখ সরানোই যাচ্ছিল না। একটা মুভি তার ৯১ মিনিটের মধ্যে ৯১ মিনিটই কিভাবে এটেনশন কেড়ে নিতে পারে " Jigsaw " তার জলন্ত উদাহরণ। গল্প সম্পর্কে তেমন কিছুই বলতে চাই না তবে এতটুকু বলতে পারি, এই ধরনের টুইস্টেবল মুভি এই বছরে আমি দেখি নি। লাস্ট " Forgotten " এ সম্ভবত এরকম ফিল এসেছিল। জাস্ট প্রেডিক্ট করে কিছু মিলাতেই পারছিলাম না উল্টো আমাকেই বোকা বানিয়ে দিচ্ছিল এবং এন্ডিং এ এসে জাস্ট থ হয়ে বসে থাকা ছাড়া উপায় ছিল না। এন্ডিং টুইস্টটা পুরো মুভির গল্পই চেঞ্জ করে দিয়েছে।
অভিনয়ের কথা যদি বলি তাহলে সবাই দারুণ অভিনয় করেছে। মুভিটির আরও কিছু পার্ট রয়েছে চাইলে সেগুলো ও দেখতে পারেন।
Trailer:
৯১ মিনিট আপনাকে ওই শহরে টেনে নিবে। আপনিও ইনভেস্টিগেটর অথবা গেইমের পার্টিসিপেট হয়ে যাবেন। গুড নিউজ হচ্ছে হিন্দি ডাব রয়েছে। দেশি বিদেশি বিভিন্ন ওয়েবসাইটে রয়েছে। পরিবার নিয়ে দেখতে পারেন এডাল্ট কিছু নেই কিন্তু ভাই লা*শ গুলো এবং খু*ন গুলো এতটা ডিটেইলস এবং ভয়ানক ভাবে প্রেজেন্ট করেছে যে বমিও চলে আসতে পারে। মাথা ৮ টুকরো হয়ে যাওয়া,অর্ধেক কাটা মাথার মতো ব্যাপার গুলো স্পষ্ট দেখিয়েছে তাই বাচ্চাদের নিয়ে না দেখাই ভালো। নিজেও প্রচন্ড ভীতু হলে সাবধান। এন্ডিং টুইস্ট এবং শেষ দৃশ্য দেখে আপনার মাথা হ্যাং করা শুরু করবে কনফার্ম। তাই দেখতে বসে পড়ুন আশাকরি মুভিটি আপনাকে দারুণ একটা জার্নি গিফট করবে।
ব্যাক্তিগত রেটিং ৯/১০ 💖
Personal Rating: ⭐⭐⭐
This comment has been removed by a blog administrator.
ReplyDelete