Cast Away (2000) মুভি রিভিউ


Cast Away 2000 সালে মুক্তি পাওয়া আমেরিকান সারভাইভাল মুভি। পারসোনালি এই জনরা'র মুভি আমার পছন্দের, আর এই জনরায় যদি Tom Hanks এর মত কোনো অভিনেতা কাজ করে তাহলে সেটা ভালোলাগার মাত্রা আরো বাড়িয়ে দেয়। সবাই আশা করি Tom Hanks সম্পর্কে অবগত আছেন, যারা জানেন না তারা Forrest Gump মুভিটি দেখুন। 



Cast Away একটি সত্যি ঘটনার উপর নির্মিত ছবি। ছবিতে দেখানো হয় ১৯৯৫ সালে, FedEX এর একজন কর্মকর্তা Chuck Noland বিমান দূর্ঘটনার কবলে পরে একটি নির্জন দ্বীপে আটকা পরে। Chuck কি পারবে এখান থেকে বেচেঁ ফিরতে? এবং এই নির্জন দ্বীপে কিভাবেই বা সে বেচেঁ থাকবে? জানতে হলে এখনই দেখে নিতে পারেন ডিরেক্টর Robert Zemeckis এর এই আসাধারাণ ২ ঘন্টা ২৩ মিনিটের ছবিটি। শুরুতে যে ফরেস্ট গাম্পের কথা বলছিলাম, ইনিই সেটি বানিয়েছিলেন। সেটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ছবিটিও আপনার অবশ্যই ভালো লাগার তালিকায় থাকবে, যদিও দু'টো সিনেমার জনরা সম্পুর্ন আলাদা। ২০০০ সালের সিনেমা হলেও এর ভিজুয়ালস ছিলো দেখবার মত, আর অভিনয় নিয়ে কি বলবো যেখানে Tom Hanks এর মত এত ভালো একজন এক্টর থাকে এবং পুরো মুভিটি উনি একাই টেনে নিয়ে গেছেন। Chuck Noland এর চরিত্রে তার সাবলীল অভিনয় আপনাকে আচ্ছন্ন করবেই এবং তার এই দ্বীপে অবস্থানরত সময়ে একাকিত্ব আপনিও অভুভব করতে পারবেন। ব্যাকগ্রাইন্ড মিউজিকেরও প্রশংসা করতেই হয়, সিনগুলোর সাথে খুব সুন্দরভাবে লেয়ারিং হয়ে গেছে।

আমার পার্সোনাল রেটিংঃ ৮/১০

IMDB Rating: 7.8/10


Recommended, Thank you. ❤️



Movie Name : Cast Away

Director: Robert Zemeckis

Cast: Tom Hanks, Helen Hunt, Paul Sanchez


Trailer: 


Post a Comment

Previous Post Next Post