পিক্সারের "ওয়াল-ই" একবারে তিনটি জিনিস হিসাবে সাফল্য অর্জন করে: এক মোহময়ী অ্যানিমেটেড ফিল্ম, একটি চাক্ষুষ আশ্চর্য এবং একটি শালীন বিজ্ঞান-কল্পকাহিনী। "কুংফু পান্ডা" এর পরে আমি ভেবেছিলাম যে আমি আমার জরুরী শৈশবকালের জরুরী সরবরাহটি শেষ করেছি, তবে এখানে "ফাইন্ডিং নিমো" এর মতো একটি চলচ্চিত্র রয়েছে যা আপনি বড় হয়েও উপভোগ করতে পারবেন। এটি কথ্য কথোপকথন ছাড়াই মূলত কাজ করে, এটি আরও বিস্ময়কর; এটি সহজেই ভাষার প্রতিবন্ধকতাগুলি অতিক্রম করতে পারে যা এটি কোনও গ্রহের গল্প বলে বলে বিবেচনা করে আরও ভাল।
মিলিয়ন ভোটের লিস্টে প্রবেশ করলো Wall-E, যেটা আবার অস্কারপ্রাপ্ত। আমার অন্যতম ফেভারিট এ ফিল্ম পিক্সার এনিমেশন হতে তৈরি। মাস্টারপিস এক এনিমেশন, যে ফিল্মজুড়ে এক মুগ্ধতা কাজ করে।
Wall-E (2008)
Imdb: 8.4/10
পিক্সার এনিমেশন অসংখ্য সুন্দর এনিমেশন উপহার দিয়েছে। কিন্তু Wall-E যেনো তার মধ্যে অধিকাংশকেই ছাড়িয়ে গেছে৷ এডভেঞ্চার ড্রামা এ ফিল্ম আমার কাছে থেকে সাজেস্টেড।
হালকা স্পয়লার...
কাহিনী সংক্ষেপ: পৃথিবীর করুণ দশা। জলবায়ু আর আগের মতো নেই। গল্পের অন্যতম প্রধান চরিত্র রোবট Wall-E, যার কাজ পৃথিবীর উপরিভাগ ঠেকে রাখা বর্জ্য পরিষ্কার করা। বর্জ্য কুড়ায়ে গিয়ে সে সেখান থেকে নানা জিনিস তুলে রাখে যা তার কালেকশনে থেকে যায়৷ এমনি একদিন সে দেখে একটা স্পেসশীপ পৃথিবীতে আসে। সেখানে সে আরেকটা রোবট দেখতে পায়। সেই Eva রোবটের প্রেমে পড়ে যায় Wall-E, সারাক্ষণ তার পিছনে পড়ে থাকে। কিন্তু Wall-E এর কাছে তাকে পাওয়া কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু সেও নাছোড়বান্দা, যেভাবেই হোক নিজের করে নিবে তার প্রেমকে। এ থেকেই অজান্তেই সে জড়িয়ে পড়ে এক মিশনে যাতে শুধু প্রেম না, পৃথিবীর ভবিষ্যৎ নিয়েও জড়িত ব্যাপার।
_*_
খুবই ভালো ফিল্ম,প্রত্যেকটা এস্পেক্ট থেকে। হ্যাঁ, গল্প সিম্পল আর সংলাপ ও তেমন নেই। কিন্তু সেই গল্পকেই খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। সেই সাথে দারুণ মেসেজ তো আছেই৷ আর সংলাপ না থাকলেও পুরো মুভি জুড়ে রোমান্টিকতা ফিল করবেন, জাস্টিফাই হয়ে গেলো না?
Trailer :
Andrew Stanton কে প্রেইজ করতে হয়। ফিল্মকে সুন্দরভাবে নির্মাণ করেছেন তিনি। গ্রাফিক্সের কাজও বেশ ভালো। ঝুলিতে আছে এক অস্কারের সাথে ৯১ এওয়ার্ড। এসবের যোগ্যতা এর ছিলো, অর্জনগুলোই এ ফিল্মের হয়ে কথা বলে। পার্সোনালি টপ ১০ এনিমেশন ফিল্মে রাখছি একে।
ব্যক্তিগত রেটিং: ৯/১০
Thanks ��
ReplyDelete