TUNE FOR LOVE

  🟣 Movie Review 🟣

(Credit:Aysha Bushra)



যান্ত্রিক জীবনে ইলেক্ট্রনিক জিনিসপাতি তে আবদ্ধ প্রেম দেখতে দেখতে আম্মু-খালারা প্রায়ই তাদের সময়কার কথা বলে উঠে। মাঝে মাঝে মনে হয় আসলেই যদি সে সময়টায় জন্মাতাম তাহলে জিনিসগুলো কেমন হত?বাস্তবে তো তা সম্ভব নয় কিন্তু সিনেমা তার ঘাটতি অনেকটাই পূরন করে দেয়।সিনেমা দেখতে দেখতে হঠাৎ করে সবাই নিজেদের নায়ক-নায়িকার জায়গায় ভাবতে শুরু করি আর মনে হয় জিনিস গুলো যেন আমাদের সাথেই হচ্ছে!


এত কথা বলার মূল কারনটাও একটা সিনেমা।সিনেমার নাম  "Tune In For Love" 📻

নাম টা শুনে মনে হয় যেন রেডিও তে প্রিয় কোন Rj বলছে -কোথাও যাবেন না,আমাদের সাথেই থাকুন🌸সিনেমাতে এই রেডিও জিনিসটাকেও খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে।আর হবেই বা না কেন,সেই ১৯৯৫ সালে তো আর মুঠোফোন ছিল না।রেডিও সামনে নিয়ে অনেকেই বসে পড়ত প্রিয় rj এর প্লে করা কোন গান শুনতে।সিনেমা টা নিয়ে আসলে বেশি কিছু বলতে চাচ্ছিনা।দুইজন মানুষের মধ্যে ভাল লাগা,ভালবাসা আর তারপর বারবার ভাগ্যের পরিহাসে আলাদা হয়ে যাওয়া।শেষ পর্যন্ত কি তারা একসাথ হতে পারবে?


মুভিটা গতকাল রাতে দেখছিলাম,এর মধ্যেই ঝুম বৃষ্টি শুরু। স্ক্রিনে kim go eun আর jung hae in,  background এ বাজছে coldplay এর বিখ্যাত সেই গান Fix you...🌿 মাঝ রাতে ঝুম বৃষ্টি হলে বারান্দায় গিয়ে বাইরে হাত বাড়িয়ে দিলে যে অনুভূতি কাজ করে,এই মুভিটা অনেকটা সেরকম...সুযোগ পেলে দেখে নিতে পারেন।

Trailer  :



মুভির এন্ডিং এ একটা রেডিও শো তে  কিছু ডায়লগ বলে একজন Rj,কথাগুলা মনে হল যেন কবিতা থেকে উঠে এসেছে...


"The names that we cherish in our hearts are like our diaries, journals & the very records of our lives.When i feel the warm sunshine & see the beautiful greenery, I can't help but think of the thousands cherished names & memories in my heart..."


Happy Watching ☔

Post a Comment

Previous Post Next Post