THE TUNNEL

  ✨ MOVIE REVIEW ✨

(Credit: Khalilur Rahman) 



• Movie Name: The Tunnel. 

• Genre: Thriller/Drama

• Cast: Ha Jung-woo, Bae Doona, Oh Dal-su, Nam Ji-hyun.

• Director: Kim Seong-hun

• Duration: 2 hours 7 minutes.

• Box office: $51.9 million USD.

• IMDB Rating: 6.9/10 (6,498 votes)

• Rotten Tomatoes: 100% 


▪️ Plot: একজন গাড়ি বিক্রেতা (Haa Jung Woo) তার মেয়ের জন্মদিনে ঘরে ফিরার পথে একটা টানেলের ধ্বংসের মধ্যে আটকা পরেন। টানেলটি খুব বাজে ভাবে তৈরি হওয়াতে তা ভেঙ্গে যায়। প্রচুর পরিমাণ 

ধ্বংসাবশেষ তার গাড়ির উপর ও আশপাশে আছে। উদ্ধার করতে দেখা গেল তাদের কাছে যেই ডিজাইন আছে আর বাস্তবের ট্যানেলের ডিজাইন এক না। তাদের কাছে উদ্ধার সামগ্রী উন্নত মানের নাই। দীর্ঘ সময় লাগবে উদ্ধার করতে, প্রচুর পরিমাণ অর্থের এবং জনবলের প্রয়োজন। Haa Jung Woo এর কাছে ৫০০ মিলির দুইটা পানির বোতল আর মেয়ের জন্মদিনের কেক আছে। তিনি কি বেচে থাকতে পারবেন? তাকে কি উদ্ধার করা সম্ভব হবে? এই উদ্ধার কাজে রাজনীতি হবে? কেন তয়াণেল ভাঙ্গল?


▪️ মন্তব্য: 

কোরিয়ার বেশিরভাগ  মুভি দেখলে সবসময় সেটা বাস্তব মনে হয়। তারা সবসময় বাস্তবতা খুব সুন্দর করে তুলে ধরে। এরজন্য তারা নিজেদের মানুষদের খারাপ দিকগুলো তুলে ধরতেও ভয় পায় নাহ। এটা অন্য কোনো দেশের মুভিতে পাইনি আমি। সাধারণত সব দেশ নিজেদের মুভিতে একটা ক্লীশে ভাব রাখে। সেখানে কোরিয়ানরা ব্যতিক্রম। এইজন্য তাদের মুভিতে সহজেই ঢুকে যাওয়া যায়। 


এই মুভির প্লট নিয়ে কিছু বললে স্পয়লার হবে। মুভির শেষটা একটু বেশি ড্রামাটিক এতটুকুই বলব। 😕😕


Ha Jung-woo (Lead actor): 

হা জাং একজন অসাধারণ অভিনেতা। তার সব মুভিই ব্লক বাসটার বলা যায়। একেক মুভিতে একেক চরিত্রে তিনি থাকেন। তার অভিনয়ের চরিত্রে একটা কমিডিক তৃপ্তি পাওয়া যায়। তিনি কঠিন মোমেন্টেও কিভাবে যেন কমিডিক রিলিফ দেন। তবে The chaser, The Berlin File ব্যতিক্রম এবং ভয়ংকর চরিত্রে ছল.

Trailer  :



অন্য অভিনেয়ে যারা: 

মূল অভিনেত্রী  Bae Doona এবং Dal Su অসাধারণ ছিলেন। এমন অবস্থাতে আমি থাকলে কি করতাম তাই ভাবতেছি। Dal Su উদ্ধার কাজের প্রধানের ভূমিকা। এখন বুঝে নেন কি হবে 😆😆😆 তবে তিনি এই মুভির সিন স্টীলার। 😍😍


Director Kim Seong-hun: 

মুভির নির্মাতা ও লেখক তিনি। তার আমার আরেকটা অন্যতম পছন্দের থ্রিলার A Hard Day মুভিরও নির্মাতা ও লেখক। A Hard Day না দেখলে এখনি দেখে ফেলুন। তাছাড়া কিছুদিন আগের ব্লকব্যাস্টার ড্রামা Kingdom এর নির্মাতা 😉


পরিশেষে বলব The Tunnel মুভিটা আপনার ভালো লাগবে। সার্ভাইবাল থ্রিলার ড্রামা মুভি দেখতে চাইলে নির্ভয়ে এটা দেখতে পারেন। মুভিতে অনেক সারপ্রাইজ আছে। 


ভুল হলে মিয়ানাতা 😌

Post a Comment

Previous Post Next Post