The Call📞
'ইশ! পেছনে ফিরে গিয়ে এই জিনিসটা যদি পালটে ফেলতে পারতাম… ওই ভুলটা যদি শুধরে নিতে পারতাম!' - এমন ইচ্ছা আমাদের অনেকেরই হয়। কেমন হবে যদি সেই সুযোগ টা পাওয়া যায়? তাও আবার টাইম মেশিনে করে অতীতে না গিয়েই…. বর্তমানে বসেই, ফোনকলের মাধ্যমে!
আমাদের জীবনে সম্ভব না হলেও, এমনটাই ঘটেছিল Kim Seo Yeon এর জীবনে। আর বাস্তবে সম্ভব না হলেও স্ক্রিনে কিন্তু দেখে নিতেই পারেন সেই অভিজ্ঞতা কেমন!
Movie Name: The Call
Written by: Lee Chung-hyun
Based on: The Caller by Matthew Parkhill
Starring: Park Shin-hye, Jeon Jong-seo
Distributed by: Next Entertainment World, Netflix
Release date: 27 November 2020
Running time: 112 minutes
Genre: Thriller, fantasy, psychological thriller
Language: Korean (English dub available in Netflix)
IMDb rating: 7.1
Rotten Tomato: 100%
Liked by 94% google users
📞 কাহিনীসংক্ষেপঃ
২০১৯ সালে ২৮ বছর বয়সী Kim Seo Yeon তার অসুস্থ মাকে দেখতে গ্রামে যায় এবং ছোটবেলার পরিত্যক্ত বাড়িতে উঠে। পথে সে তার মোবাইল হারিয়ে ফেলায় বাসায় গিয়ে খুজে সে একটা পুরাতন কর্ডলেস ফোন খুজে পায়। সেই ফোন থেকে কয়েকবার সে Oh Young-sook নামের এক মেয়ের ফোন পায় যে কিনা তাকে মায়ের নির্যাতনের হাত থেকে বাচানোর অনুরোধ করে। খোজাখুজি করে Seo yeon জানতে পারে যে ফোনের ওপারের মেয়েটি একই বাড়ি থেকে ফোন করছে, কিন্তু সে বসবাস করছে ১৯৯৯ সালে! তাদের দুইজনের ফোনালাপের মধ্যে দিয়ে বন্ধুত্ব গড়ে উঠে, দুইজন নিজেদের জীবনের গল্প শেয়ার করে এমনকি অতীতে পরিবর্তন ঘটিয়ে জীবনেও পরিবর্তন আনে।
শুনতে রোমাঞ্চকর মনে হচ্ছেনা? আরো বেশি মনে হবে এসবের পরিণতি জানলে! তবে আর দেরী কেন?
📞অভিনয়ঃ
দুই মূল চরিত্রই ফাটিয়ে অভিনয় করেছেন এই মুভিতে। সাথে পার্শ্ব চরিত্ররাও। পার্ক শিন হে কে ব্যাক্তিগত ভাবে খুব বেশি ভালো না লাগ্লেও এই মুভিতে আমি মুগ্ধ হয়েছি। Jeon Jong-seo এর অভিনয় ও অসাধারণ, বেশিই পারফেক্ট।
Trailer :
📞গল্পঃ
ফ্যান্টাসি, সাইকোথ্রিলার হিসেবে চমৎকার গল্প ছিল। পুরোটা সময় টানটান উত্তেজনা! ঠাকুমা ঝুলির 'গা ছম ছম! কি হয় কি হয়' ফিল ছিল পুরো সময় জুড়ে। অতীত-বর্তমান টাইমলাইন, সাইকো, শামান, সিরিয়াল কিলার সবমিলে অসাধারণ সময় কেটেছে।
📞চরিত্রঃ
এটা নিয়ে বিশ্লেষণ করতে চাইনা, কারণ থ্রিলার নিয়ে বেশি বললে স্পয়লার হয়ে যায়। তবে এটাই বলার যে অল্পসংখ্যক চরিত্র নিয়ে করা মুভিটায়, ২ ঘন্টা সময়ের মাঝেই প্রতিটা চরিত্রের একটা গল্প দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে বিশেষত্ব।
📞সিনেম্যাটোগ্রাফিঃ
নেটফ্লিক্স এর মুভি-ড্রামাগুলোর সিনেম্যাটোগ্রাফি সাধারণত ভালো হয়। এই মুভিও ব্যাতিক্রম না। চমৎকার সিনেম্যাটোগ্রাফি মুভিটাকে আরো উত্তেজনাকর এবং উপভোগ্য করে তুলেছে।
📞মিউজিকঃ
মুভির আবহ কে আরো জীবন্ত করে তুলেছিল এই মুভির ব্যাকগ্রাউন্ড মিউজিক। খুব সুন্দর মিউজিক এই মুভির আরেকটি প্লাস পয়েন্ট।
সবশেষে বলতে চাই, ২০২০ এর অন্যতম একটা থ্রিলার মুভি ছিলো এটি। It was a hyped one and definitely worth the hype. দেখার মত একটা মুভি এটা। তাই না দেখে থাকলে আমি দেখতে HighlyRecommend করবো।
Credit: Tahmina Islam Sadia