The Autopsy Of Jane Doe ( 2016)

  Movei name : The Autopsy Of Jane Doe ( 2016)

 


ইংল্যান্ডের একটি ছোট্ট শহরে ভয়ংকর ভাবে এক পরিবারের সবাই নিহত হয়।ঘটনার পরে পুলিশ বিষয়টা নিয়ে তদন্ত শুধু করে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে এটা অত্মহত্যা।কিন্তু পরে আলামত যা পাওয়া গেছে তাতে পুলিশ নিশ্চিত হয় যে এটা কোন আত্মহত্যা নয় বরং হত্যা।কিন্তু পুর বিষয়টি পুলিশের কাছে কেমন জানি রহস্যজনক মনে হতে লাগলো।রহস্য আর ঘনিভূত হয় যখন ঔ বাড়ির Basement এ মাটি চাপা দেয়া অবস্থায় ১৯ বছরের এক মেয়ের লাশ খুঁজে পাওয়া যায়।কারণ মেয়েটি এই পরিবারের কোন সদস্য নয়।তাহলে এই লাশ এখানে কিভাবে এলো? সবার মনে এই প্রশ্ন।প্রাথমীক তদন্ত করে এর কোন কুলকিনারা করতে পারছে না পুলিশ।তাই যথারীতি লাশ মর্গে

পাঠায়।মর্গটির মালিক ছিলো Coroner Tommy Tilden। সেখানে সে এবং তার ছেলে

'অস্টিন' দুজনেই কাজ করে।

তারা বাপ ছেলে দুজনী বংশপরম্পরায় ডোম পেশার সাথে জড়িত।তাই পুলিশের ভরসা ছিলো তাদের উপর।পুলিশ তাদের অনুরোধ করে রাতের মধ্যেই মেয়েটির ময়নাতদন্তের কাজ শেষ করার জন্য।

.

টমি এবং তার ছেলে অস্টিন রাতের বেলায় লাশের ময়নাতদন্তের কাজ শুরু করে।লাশ কাটার ঘরটি ছিলো তাদের বাড়ির আন্ডারগ্রাউন্ডে।সে রাতে হঠাৎ বাহিরে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। কিন্তু ঘরে সব ধরনের সুবিধা থাকায় বাহিরের দুর্যোগপূর্ণ আবহাওয়াকে গুরুত্ব দিলোনা তারা।তারা তাদের মত করে কাজ করতে লাগলো।

.

Trailer  :



কিন্তু লাশের গায়ে হাত দিতেই তাদের মাঝে অন্য রকম কিছু একটা অনুভব হলো।তারা দেখে লাশের টেম্পারেচার অনেক বেশি।মৃত মানুষের দেহের টেম্পারেচার এমন হয়না।আস্তে আস্তে তারা এমন সব বিষয় অনুভব করতে থাকে যা তাদের এতোদিনের বিশ্বাসকে নড়বড় করে দিয়েছে।তারা বুঝতে পারে সাধারণ কোন লাশের গায়ে হাত দেয়নি তারা।এই লাশের মাঝে এমন কিছু রহস্য লুকিয়ে আছে!!!তাহলে সেই রহস্যটা কি!!এসব কিছু জানতে হলে অবশ্যই মুভিটি দেখতে হবে,,আশা করি অনেক অনেক ভালো লাগবে!!!

Post a Comment

Previous Post Next Post