Pig (2021)
Genre: Drama
Runtime: 92 minutes
চারিদিকে বিস্তীর্ণ জঙ্গলের মধ্যে এক জীর্ণ বাড়ি। বাসিন্দা বলতে কেবল বৃদ্ধ Rob ও তার সবসময়ের সঙ্গী শূকর। সকালে উঠে এই শূকরকে নিয়েই জঙ্গলে ঘুরে ঘুরে সে "truffle" (এক ধরণের আন্ডারগ্রাউণ্ড মাশরুম) সংগ্রহ করে, তারপর সপ্তাহান্তে শহরের এক ব্যবসায়ী যুবকের তুলে দেয় সেসব। ছিমছাম, নিস্তরঙ্গ জীবন।
কিন্তু হঠাৎই এক রাতে ঘটে গেল অঘটন। কয়েকজন দুষ্কৃতি এসে সাধের শূকরটিকে রবের চোখের সামনে থেকে উঠিয়ে নিয়ে গেল। বাধা দিতে গিয়ে রীতিমতো আহত হল রব, কিছুতেই আটকাতে পারল না!
Trailer :
বিষয়বস্তু একটু অ্যাবসার্ড মনে হলেও বেশ কয়েকটা রিভিউতে দেখলাম উল্লেখ করেছে যে এই শূকর চুরি প্রকৃতই ট্রাফল ইন্ড্রাস্ট্রির বড়রকম সমস্যা। গল্পটা চাইলেই "জন উইক" স্টাইলের রিভেঞ্জ থ্রিলার হয়ে যেতে পারত, সবরকম উপাদানই মজুত ছিল। কিন্তু তার বদলে হারানো শূকরকে খোঁজার এই জার্নি হয়ে দাঁড়ালো বৃদ্ধ মানুষটির নিজেকে নতুন করে খোঁজার কাহিনী। শহরের সেই ব্যবসায়ী আমির এই অভিযানে সঙ্গী হওয়ার পর তার চোখ দিয়ে একটু একটু করে রবকে চিনতে থাকে দর্শক। শহরের সঙ্গে তার অতীত ইতিহাস মোটেই ফেলনা নয়।
তিনটে পার্টে বিভক্ত এই সিনেমা মেলানকোলিক, নাটকীয়। রবের ডেড সিরিয়াসনেসের বিপরীতে আমিরের হতভম্ব অবস্থা শুরুর দিকে কমেডিক হলেও ঘাত প্রতিঘাতে তারও পরিবর্তন আসে। অনিচ্ছা সত্ত্বেও আমির স্রেফ ব্যবসার স্বার্থে এই বুড়োর সঙ্গে শূকর খুঁজতে বেরোলেও যতই সময় পেরোয় ততই দু'জনের বোঝাপড়া গভীর হয়। রবের ভূমিকায় নিকোলাস কেজ দুর্দান্ত, সম্ভবত সাম্প্রতিক কালে তাঁর সেরা পারফরম্যান্স।
দুর্বল দিক? রব ও আমিরের জীবনে প্রত্যক্ষ প্রভাব ফেলেছেন এমন দুই মহিলা চরিত্র শুধু আলোচনাতেই সীমাবদ্ধ রয়ে গেলেন। অথচ তাদের আরও ডিটেলে এক্সপ্লোর করা যেত।
Rating 7.5 out of 10