📌Drama : MOUSE (2021)
📌Genre : Thriller, mystery, violence, crime,psychological
📌Episode : 20 + 2 spin off(the predator➡️15 epi শেষে দেখবেন + 3 special epi (behind the drama scene)
📌Duration : 1hr 20 min per epi
📌IMDB : 8.9 /10
#স্পয়লার_নেই No spoiler
এই যুগান্তকারী আলোড়ন সৃষ্টিকারী ড্রামার রিভিউ কমবেশী সবাই দিয়েছেন। আমিও ছোট্ট একটি রিভিউ দিলাম 😍
রহস্যের গোলকধাঁধায় হারিয়ে যেতে চাইলে এই ড্রামাটা আপনাকে দেখতেই হবে।
আপনি কি জানেন একজন জিনিয়াস এবং একজন সাইকোপ্যাথ এর জিন বা DNA এর বৈশিষ্ট্যের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই?
Trailer :
অন্তত,ড্রামায় daniel lee নামক একজন বিজ্ঞানী সেটাই বলেছেন। তিনি এক যুগান্তকারী ব্যপার আবিষ্কার করেন। বাচ্চা জন্ম দেওয়ার আগেই আপনি জানতে পারবেন আপনার বাচ্চা সাইকোপ্যাথ কি না!!! জানার পর এমন সাইকো বাচ্চা জন্ম দেওয়ার বদলে নষ্ট করাই শ্রেয়। তাই না?? এমনই একটি আইন জারির প্রস্তাবনা পেশ করা হয় কোরিয়ায়।
কিন্তু ওই যে বললাম সাইকো আর জিনিয়াস মানুষের জিনের তেমন পার্থক্য নেই। aborted baby টাতো সাইকো না হয়ে ভবিষ্যতে সাইন্টিস্ট ও হতে পারে। তাই না??
তাই বেবি এবরশনের আইনটি স্থগিত করা হয়।
অনেক বছর পরের কাহিনী। Jung Bareum একজন নতুন তরুণ পুলিশ অফিসার। ঘটনাক্রমে Go moochi নামক এক সিনিয়র দক্ষ তেজি ডিটেকটিভ এর সাথে তার কাজ করার সুযোগ হয়।
তারা ২জনই জড়িয়ে যায় এক ভয়ংকর সাইকোকিলিং কেস এ। কেস এর সাথে জড়িত সবারই জীবন প্রভাবিত হতে থাকে এই ভয়ংকর সাইকোকিলার এর পেছনে ছুটতে ছুটতে।
কি হবে সবার জীবনের পরিণতি?!!
ব্যক্তিগত মতামত :
Lee seungi (বারুম) অভিনয় সবারই বেশ পছন্দের । কিন্তু আমার কাছে, যে মানুষটি শুরু থেকে শেষ অব্দি ড্রামায় দূর্দান্ত রকমের অভিনয় করে গেছেন তিনি হলেন moochi । একজন মানুষের সকল অনুভূতির (রাগ,ঘৃণা,কষ্ট,কান্না,হাসি) যথার্থ প্রতিফলন তিনি তার অভিনয়ে ফুটিয়ে তুলেছেন।
পুরো ড্রামা জুড়ে moochi অভিনয়ই আমার কাছে বেশী রিয়েলিস্টিক মনে হয়েছে। lee seungi আর moochi দুজনের স্ক্রিনটাইমই অনেক বেশী ছিলো ড্রামায়।
কিন্তু moochi ফেশিয়াল এক্সপ্রেশন, কথা বলার স্টাইল সব কিছুই আমার মন কেড়েছে।
সবশেষে এটাই বলতে চাই,ড্রামাটা মাস্টারপিস এবং মাস্টওয়াচ।