Movie name : Mimi
Country : India
Language : Hindi
Genre : Comedy / Drama
Runtime : 2 hour 17 min.
Ott platform : Netflix
Imdb rating : 7.9/10
Personal rating : 7/10
Cast : Kriti Shanon, Pangkaj tripathi and many others...
Mimi
Mimi (2021) Poster |
#Spoiler_Alert
প্রথমেই বলি, স্পয়লার এলার্ট দেয়া প্রয়োজন ছিলো নাকি সেটা নিয়ে একটু সন্দেহ আছে। কারণ এই সিনেমার ট্রেইলারে স্পয়লারের কিছুই বাকি ছিলোনা। তাই যারা এখনো ট্রেইলার টা দেখেন নি তারা এভোয়েড করেন ট্রেইলার টা। রিভিউ তে অনেক কম স্পয়লার থাকবে যেটা আপনার দেখার আগ্রহ কমাবে না।
এক আমেরিকান দম্পত্তি তাদের বাচ্চা জন্মগ্রহণের জন্য একজন সারোগেট খুজছে। সুস্থ সাবলীল ইয়াং কোনো মেয়ের জন্য তারা খোজ করছে। তাদের কথা শুনতে শুনতেই গাড়ির ড্রাইভার ভানু একসময় তাদের ভেতর নাক ঢোকালো। এমনকি প্রতিশ্রুতিও দিয়ে ফেললো তাকে এরকম ক একজন যোগাড় করে দেবে।একটি গান, নাচের আসরে তাদের একজন কে পছন্দ হলোও। তার নাম মিমি। এলাকার এক মধ্যবিত্ত পরিবারের সন্তান, যে কিনা বলিউডে যাওয়ার জন্য টাকা জমাচ্ছে।এবার ভানু সাহেব তার পিছনে পড়ে গেলো তাকে রাজি করাতে। যেই মিমি বলিউডের জন্য সারাদিন ডায়েট করে সে কি সারোগেট মাদার হবে? জানতে হলে এখনি দেখে ফেলতে পারেন মুভিটা।
গল্পের কনসেপ্ট টা সুন্দর। সেই সুন্দর কনসেপ্টকে একদম সরল সোজা করে সবার সামনে উপস্থাপন করেছেন ডিরেক্টর সাহেব। কমেডির কথা বলতে গেলে কোথাও আপনাকে জোর করে হাসানোর বিন্দুমাত্র চেষ্টা ডিরেক্টর করেন নাই। যা হাসবেন সেটা মুখে এম্নেই আসবে আপনার ই অজান্তে। স্ক্রিনপ্লেয়িং, স্ক্রিপ্ট সব বেশ মানসম্মত। আর অভিনয়ের কথা বললে পংকজ ত্রিপাঠি বরাবরের মতো একদম জোস, ক্রিতি শ্যানন ও সুন্দর অভিনয় করেছে। বাকিরাও যে যার জায়গায় পারফেক্ট। একদম সরল সোজা ভাষায় সাবলীল একটা ভালো মেসেজ দেয়া মুভিটায়। আমার কাছে এটা একদম পারফেক্ট একটা ছবি যেটা আপনি আপনার পরিবার কে নিয়ে দেখতে পারেন।
সিনেমার নেগেটিভ বিষয় আমার ওরকম কিছু লাগেনাই। তবে পার্সোনালি আমার গানগুলো ভালো লাগেনাই। এটা আমার মিউজিক টেস্টের জন্য হতে পারে তবে আপনার যে ভালো লাগবেনা সেটা আমি আগে থেকে বলতে পারবোনা।বেশ অল্প সময় আগেই এটা রিলিজড হইসে। যারা সুন্দর ড্রামা মুভি দেখতে চান তাদের জন্য আমি এইটা সাজেস্ট করবো। হ্যাপি ওয়াচিং টু এভ্রিওয়ান ♥
A Top Notch Performance By Kriti Sanon🔥🔥
প্লট তো সবার জানারই যেহেতু ট্রেইলারেই অনেকাংশ দেখাইছে। একদিকে মিমি র নায়িকা হওয়ার খুব ইচ্ছা, অন্যদিকে এক আমেরিকান কাপল সারোগেট খুজছে তাদের বাচ্চা জন্মানোর জন্য, পরে তারা মিমিকে পছন্দ করে, মিমি প্রথমে রাজি না হলেও অনেক টাকা পাবে বলে রাজি হয়, বাচ্চা জন্মের কিছু সময় আগ দিয়ে ঐ কাপল পালায় যায়।
৩০জুলায়ে মুক্তি হওয়ার কথা থাকলেও আজকেই লিক করে দিছে🙄এটা ২০১১ সালের মারাঠি মুভি - Mala Aai Vhaaychay! এর থেকে ইন্সপায়ার্ড।সেই গত বছরের Lootcase মুভির পর বলিউডের তরফ থেকে ভালো একটা কমেডি মুভি পেলাম😌খুবই ভালো লেভেলের কমেডি ছিল। দ্বিতীয়ার্ধে কিছুটা টুইস্ট ছিল, ২ঘণ্টা ১২মিনিটের মুভি হওয়া সত্ত্বেও এর গতি স্বাভাবিক ছিল, বোর হওয়ার কোনো চান্স নেই, শেষের ৩০-৩৫মিনিট মারাত্মক লেভেলের ইমোশনাল ছিল। আসল কথাই তো বললাম না, আর তা হল Kriti Sanon। Kriti-র বেস্ট পারফর্মেন্স ছিল, হাসিখুশি, কমেডি, নাচানাচির অভিনয় তো ভালো পারেই কিন্তু এবার ইমোশনাল অভিনয়ে একদম ফাটায় দিছে🔥খুবই ভালো এঞ্জয় করার মতন মুভি এটা😌
Movie : Mimi(2021)
Genre : Comedy, Drama
RunTime : 2Hour 12Minutes
Cast : Kriti Sanon, Pankaj Tripathi, Sai Tamhankar, Supriya Pathak, Manoj Pahwa, Evelyn Edwards
Copyright : Movie lover of Bangladesh by jeri apu
And Movie Khor Group