কেমন ছিল ডিসনি পিক্সারের নতুন এনিমেশন মুভি লুকা❓
Download link+streaming
🌿 Some Spoiler 🌿
সমুদ্রের নিচে লুকা ও তার পরিবারের বাস।পানির উপরে বসবাসরত মানুষরা তাদের নাম দিয়েছে সি মনস্টার।এককথায় মানুষরা যেমন সি মনস্টারদের ভয় পায় তেমনি পানির নিচের প্রানীরাও মানুষদের ভয় পায়।লুকার মা সবসময় ছেলেকে মানুষের হাত থেকে বাচাতে ব্যস্ত থাকে।কিন্তু লুকার মানুষের জগৎ নিয়ে অনেক কৌতুহল।কথায় আছে যেখানে বাধা বেশি সেখানে আগ্রহটা একটু বেশিই থাকে।
সমুদ্রের নিচের এই প্রানীদের একটা বৈশিস্ট রয়েছে পানির উপরে গেলেই তারা মানুষের আকার ধারন করে আবার যখন পানির নিচে চলে যায় কিংবা পানির সংস্পর্শে আসে তখন আবার তারা তাদের আসল রূপ ধারন করে।
একদিন লুকার পরিচয় হয় আলবার্টোর সাথে যে কিনা লুকাদের মতই।তবে আলবার্টো একটু স্বাধীন প্রকৃতির বেশিরভাগ সময় সে পানির উপরে কাটায়।এভাবেই তারা একসময় ভালো বন্ধু হয়ে উঠে এবং তাদের সপ্ন ভেসপায় (ইতালিয়ান মোটরসাইকেলের ব্র্যান্ড)চড়ে পুরো পৃথিবী ঘুরে বেড়াবে।কিন্তু এই স্বপ্ন পূরন করতে হলে যে তাদের মানুষের শহরে যেতে হবে।
মানুষের শহরে গিয়ে তাদের সাথে কি কি হয় তা পুরো মুভিতে দেখতে পাবেন।
Trailer :
মুভিটা সম্পর্কে যদি এককথায় বলতে হয় আমি বলব অসাধারণ কিছু না তবে ভালো ছিল।ডিসনির পিক্সার হিসেবে মুভিতে কোন কমতি ছিল না কালার গ্রেডিং,এডিটিং সবই ছিল দুর্দান্ত।কিন্তু এখানে থেকেই যায় মুভির প্লট যেহেতু এত ভালো ছিল সে হিসেবে নিজের প্রতি আত্মবিশ্বাসের বিষয়টা আরও ভালোভাবে এক্সপ্লেইন করতে পারত।তাছারা এখানে আলবার্টোকে কম গুরুত্ব দেওয়া হয়েছে।আরও কিছু বিষয় আছে যেমন পানির নিচের প্রানীরা কিভাবে মানুষের আকার ধারন করে মুভিতে তা ক্লিয়ার করেনি।
আর আমার কাছে মুভির রানটাইমও খুব স্বল্প মনে হয়েছে।
🎬 L U C A (2021)
Director : Enrico Casarosa
Genre : Comedy/Adventure
Imdb Rating : 7.6/10