Movie Name: "Into The Wild"
'এমন যদি হতো,
আমি পাখির মতো,
উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ'..
চোখ বন্ধ করে কল্পনা করুন। আপনি একটা গহীন অরণ্যের ভেতর আছেন। চারিদিকে নাম না জানা অসংখ্য প্রাচীন বৃক্ষ-গুল্ম-লতা। যার রঙ শুধু সবুজ নয়, গাঢ় সবুজ। আচ্ছা একটা অদ্ভুত বন্য গন্ধ পাচ্ছেন? যেটা আলাদা, একেবারে অন্যরকম। বনের ভেতরে ক্ষুদ্র একটা জলাশয় আপনার চোখে পড়লো। আপনি তার পাশে গিয়ে বসলেন। প্রাচীন সেই বৃক্ষগুলোর পাতার ঘন আবরণ ভেদ করে সূর্যের কতটুকু স্নিগ্ধ আলো জলাশয়ের উপর পড়ে প্রতিফলিত হচ্ছে। প্রতিফলনটা দেখুন, অনুভব করুন, নিঃশ্বাস নিন। আচ্ছা কেমন হতো যদি এটা আপনার নিছক কল্পনা না হয়ে বাস্তব হতো?
সিনেমার মূল চরিত্র ক্রিসের ধারণা "ক্যারিয়ার" বিংশ শতাব্দীর আবিষ্কার মাত্র। তাই তাকে ক্যারিয়ার, লোকালয়, যান্ত্রিকতা, হট্টগোল কোনোকিছুই ছুঁতে পারেনি। তাকে হাতছানি দিতো প্রকৃতি। পারিবারিক কলহ, কর্পোরেট লাইফের প্রতি অনীহা কিংবা বন্যপ্রেমের মোহে সামাজিক চিরায়ত প্রথাভেঙে ক্রিস নামের ২৩ বছরের এই যুবক কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছাড়ে। কিন্তু পরিবার, বন্ধুবান্ধব, সম্পর্কের যত বন্ধন এসব ছেড়ে সত্যিই কি নির্জনে একা ভালো থাকা সম্ভব?
Trailer :
অসম্ভব সুন্দর লোকেশন, অর্থবহ আধ্যাত্মিক ও জীবনধর্মী সংলাপ, অসাধারণ সিনেমাটোগ্রাফি এবং অভিনয়, গান ও ব্যাকগ্রাউন্ড মিউজিকে সমন্বয়ে আপনাকে উপলব্ধি করানো হবে ব্যাক্তি জীবনে "পরিবার ও প্রকৃতি"র গুরুত্ব। ভবঘুরে ক্রিস চরিত্রের সাথে আপনি নিজেকে খুঁজে পাবেন, কারণ এই চরিত্র আপনার ভেতরেও লুকিয়ে আছে। কখনো নিয়ম শৃঙ্খলের বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করে আপনিও হতে চান দিগন্ত বিস্তৃত লক্ষ্যে আকাশে উড়তে থাকা স্বাধীন পাখিটির মতো..
সর্বোপরি এটা একটা বায়োগ্রাফি। Christopher McCandless নামক এক যুবকের জীবনে ঘটে যাওয়া সত্য কাহিনীর উপর ভিত্তি করে এটা নির্মিত। আপনি যদি ট্রাভেলার, এডভেঞ্চারপ্রিয় এবং প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তবে এই মাস্টারপিস'টি কিছুতেই মিস করতে পারেন না..