কেমন ছিলো হাঙ্গামা ২?হাঙ্গামা মুভির সিক্যুয়েল হিসাবে যতটুকু এক্সপেক্টশন ছিল তা পূরন করতে পারেনি হাঙ্গামা ২।
হালকা স্পয়লারঃ
নায়ক আকাশের বিয়ে ঠিক হয় তার বাবার বন্ধুর মেয়ে সিমরানের সাথে।বিয়ে ঠিক হওয়ার কয়েকদিন পরেই আকাশের বাসায় একটা বাচ্চা সহ হাজির হয় নায়না অর্থাৎ নায়িকা প্রানিথা সুবাস।বিভিন্ন ভাবে আকাশ প্রমান করার চেষ্টা করে যে সেই মেয়ে তার না।কারন কয়েকদিন পরেই তার বিয়ে।চোর পুলিশের খেলা চলতে থাকে।আর ইন্ডিং টা ট্রিপিক্যাল বলিউড ইন্ডিং।
প্রিয়দর্শনের হেরা ফেরি,ভাগাম ভাগ,খাট্টা মিট্টা,ঢোল,দে দানা দান,গারাম মাসালা,মালামাল উইকলি এইসব মুভি দেখে এই মুভি দেখলে হতাশ হওয়াটা স্বাভাবিক।যদিও সে ২০১৩ এর পর অর্থাৎ ৮ বছর পর বলিউডে কাজ করলেন।২০১৩ এর পর তিনি বেশ কয়েকটি মালায়ালাম মুভিতে কাজ করলেও বলিউডে করেননি।তবে লম্বা সময় পর শিল্পা শেটির অভিনয় দেখে ভালো লাগলো।আর পরেশ রাওয়াল আর আশুতোষ রানার অভিনয় যথেষ্ট ভালো ছিলো।জনি লিভার আর রাজপাল যাদব এই দুইজন স্ক্রীনে খুব কম সময় ছিলেন যা খুব খারাপ লেগেছে।মূলত এনাদের জন্যই মুভি দেখতে বসেছিলাম।যদি হতাশ হওয়ার খুব ইচ্ছা থাকে তবে মুভিটি এখনি দেখে ফেলুন।
Movie:Hungama 2
Language:Hindi
Genre:Romance Comedy
IMDb:3.3/10