"কামনা আর প্রেম দুটি হচ্ছে সম্পুর্ণ আলাদা। কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন"
-কাজী নজরুল ইসলাম
🎥Name Of Movie: Haseen Dillruba
🔰 Genre: Romantic | Thriller
🎎Cast : Taapsee Pannu, Vikrant Massey & Harshvardhan Rane
📝Director: Vinil Mathew
🌺 NO SPOILER 🌺
স্বামী রিষু কাশ্যপ'কে হত্যার অভিযোগে স্ত্রী রানী কাশ্যপ'কে পুলিশ সাসপেক্ট হিসেবে ইনভেস্টিগেসন করতে যেয়ে, ধীরে ধীরে উঠে আসে রানীর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সহ বিবাহিত জীবনের কিছু অপ্রিয় সত্য। তবে স্বামীকে কেন খুন করলো রানী??
মুভির শুরুটা আট-পাঁচটা সাধারণ সিনেমার মতোই, সাধারণ ড্রামাটিক সিনেমায় যা হয় পাত্রী দেখা, বিয়ে করা, ফ্যামিলি ইত্যাদি ইত্যাদি। স্বাভাবিকতার মাঝে বাগড়া দেয় বৌয়ের পরকীয়তা। এমন ঘটনা তো আমরা হরহামেশাই শুনি, কিন্তু এতে থ্রিল বা সাসপেন্স কোথায়! জানতে হলে দেখতে হবে হাসিন দিলরুবা।
.
.
"Har kahani ke na bahut pehlu hote hai ... farak bas yeh hota hai ke kahani suna kaun raha hai!"
সিনেমার শুরুটা তো সাধারণ- এটা আমার বলা। তবে
সব শুরুরই আরেকটা শুরু আছে, সেটা নির্ভর করছে কাহিনী কার কাছে শুনতেছেন তার উপর।
.
.
"Amar prem wohi hai jispe khoon ke halke halke se cheente ho ... taaki usse buri nazar na lage"
হবে নাকি আরেকটা GONE GIRL? মুভির শুরুতেই যে প্রশ্নটা আপনার মাথায় গেঁথে দিবে তার উওর পেতে হতে একেবারে শেষ পর্যন্ত স্কিনে লেগে থাকা ছাড়া উপায় নাই। শেষটা দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিলাম। একটা কথার গ্যারান্টি দিতে পারি পুরো মুভিতে যদি কোন প্রকার বোরিংনেস ফিল আসে তবে শেষটা সুদ সহকারে ফিরিয়ে দিবে সিউর থাকেন। ক্লাইম্যাক্সটাই মুভির প্রাণ।
Trailer :
কাস্টিংঃ তাপসি পান্নু অলরেডি স্টার, তাকে নিয়ে কিইবা বলার আছে। যেখানে এই সিনেমার স্ক্রিপ্ট শুনেই অনেক অভিনেত্রী না করে দিয়েছেন সেখানে ডিরেক্টরের একমাত্র ভরসা ছিলোন তিনি, সাহসীকতার সাথে স্ক্রিপ্ট গ্রহণ করেন আর সেরা টাই দিয়েছেন। তাপসী কে এরকম হট এন্ড বোল্ড রোলে এই প্রথম দেখলাম।
বিক্রান্ত ম্যাসি আমার খুবই প্রিয় একজন অভিনেতা। একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ও জেন্টেলম্যান চরিত্রে সে একেবারে পারফেক্ট। মুভিতে তাপসী ভালো অভিনয় করুন না কেন দিন শেষে ম্যান অফ দ্যা ম্যাচ বিক্রান্ত ম্যাসি। হর্ষবর্ধন রানেও ছিলো ফিল গুড, তবে তাকে স্কিনটাইম টা আরো বেশি হবে ভাবেছিলাম।
::: মুভিটির ক্রিটিকস রিভিউ খুব বেশি ভালো না, তবে এর যথেষ্ট কারণও আছে। প্রশ্ন তোলার মতো অনেক কিছুই আছে এই সিনেমাতে, না হয় এমনি এমনিতে তো আর সিনেমার স্ক্রিপ্ট দেখে অন্যান্য অভিনেত্রীরা সিনেমাটাকে ফিরিয়ে দেয় নি।🙂
"HASEEN DILLRUBA -SOMETHING GOOD, SOMETHING NOT"