#অফ_টপিক,,, #ন্যাশনাল_টপিক
আমাদের গ্রুপে সবসময়ই তুর্কি সিরিজ নিয়েই লেখালেখি হয় আজ না হয় নিজ দেশেই নির্মিত বিশ্বমানের একটা সিরিজ নিয়ে কিছু লেখি,,!
🎬 ওয়েব সিরিজঃ মহানগর
দেশঃ বাংলাদেশ
বানিয়েছেনঃ Ashfaque Nipun
অভিনয়ঃ মোশারফ করিম, জাকিয়া বারী মম, শ্যামল মওলা সহ আরও অনেকেই
সিজনঃ ১
এপিসোডঃ ৮
অরিজিনাল নেটওয়ার্কঃ হইচই
⏩এবছর আমার দেখা তৃতীয় দেশী ওয়েব কন্টেন্ট এটি, আগের দুটো "তাকদির" "ট্রোল" মোটামুটি লাগলেও "মহানগর" সবগুলোকে ছাড়িয়ে গেছে, একদম পরিপূর্ণ ওয়েব সিরিজ যাহাকে বলে,,,!
রিলিজের আগে থেকেই সিরিজ টা দেখার আগ্রহ ছিলো কারন এটার ডিরেকশনে ছিলো আমাদের দেশের মাস্টার মেকার আশফাক নিপুণ ভাই আর অভিনয়ে ছিলো মোশারফ করিমের মতো কিংবদন্তি অভিনেতা ❤️
⏩ইউনিক প্লট, পারফেক্ট স্ক্রিনপ্লে, দারুন মেকিং, ডায়লগ ডেলিভ্যারি, কমেডি টাইমিং, কালার গ্রেডিং- সব মিলিয়ে মনে রাখার মত দেশিয় ওয়েব সিরিজ। ব্যক্তিগত ভাবে, এই সিরিজটাকেই আমি দেশে নির্মিত সেরা সিরিজের স্থান দেব।
⏩সিরিজটা মূলত একটা রাতকে কেন্দ্র করে। রাতে ঘটে যাওয়া একটা এক্সিডেন্ট এবং এক্সিডেন্টের পেছনে লুকিয়ে থাকা আরেকটা সত্য'কে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিরিজটা। সত্যকে উন্মোচন করতে অনেক সময় মিথ্যার আশ্রয় নিতে হয়। আবার খালি চোখে যা দেখা যায়, সেটা সবসময় সত্যই হবে এমন কোন কথা নেই। সিরিজে এই ব্যাপারগুলো অসাধারণভাবে তুলে ধরেছেন নির্মাতা আশফাক নিপুণ। মেকিং একদম পারফেক্ট ছিল৷ ক্রমেই আপনাকে আরো মনোযোগী করে তুলবে এবং আপনিও চোখ সরাতে পারবেন না।
⏩বাংলাদেশের সাপেক্ষে এত অসাধারণ আন্তর্জাতিক মানের একটা ওয়েবসিরিজ পাব ভাবতেও পারিনি। ডার্ক শেডের এই ওয়েব সিরিজে ডিরেকশন, স্ক্রিনপ্লে, এক্টিং, সাউন্ডের কাজ- সবকিছুই দারুন ছিল। আলাদাভাবে মোশাররফ করিমের কথা বলতেই হয়। এই লোকটার অভিনয় এবং ডায়লগ ডেলিভ্যারি অত্যন্ত ন্যাচারাল লাগছে। এমনকি তার চলাফেরার স্টাইল, চাহনি, হাসি সবকিছুই অত্যন্ত ন্যাচারাল লাগছে। তিনি যে একজন দক্ষ অভিনেতা, সেটার প্রমাণ আরো একবার করে দিলেন।
মোশারফ করিমের পরেই আবির ক্যারেকটার এর ছেলেটার অভিনয় আমার খুব ভালো লেগেছে👌 নতুন দেখলাম নাম জানি না কিন্তু ছেলেটার ভবিষ্যৎ আছে।
Trailer :
Message me at Facebook
⏩সিরিজের খারাপ লাগা দিকঃ-
মমর অভিনয় কেমন জানি খাপছাড়া মনে হয়েছে! তার ক্যারেক্টার অনুযায়ী এক্সপ্রেসন বা এটিচ্যুড হয়নি, মনে হয়েছে বড়লক বাবার আদুরে, ড্যাম কেয়ার, রাগী একটা মেয়ে মনে হয়েছে, উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা মনেই হয়নি, অন্যদের কাছে কেমন লাগবে জানি না।
এছাড়াও দুজন মেয়ে অভিনেত্রী ছিলো একজন white dress একজন black drees পড়া এদের অভিনয় পুরাই over acting মনে হয়েছে! আর সাংবাদিকদের উপস্থিতি আরও সিরিয়াস ভাবে দেখানো দরকার ছিলো,,! তাছাড়া overall সবকিছু ভালো লাগছে।
এই সিরিজকে আমাদের দেশের ওয়েব কন্টেন্ট এর বিপ্লব বলা যেতে পারে, এভাবে চলতে থাকলে বিদেশি সিরিজের মতো আমাদের দেশের সিরিজ নিয়েও আমরা গর্ভ করতেই পারি🖤🔥