DARK (2017-2020)

 📺 DARK (2017-2020)


‼️ হাল্কা স্পয়লার ‼️


🎬 জনরা:মিস্ট্রি

💿 সিজন সংখ্যা : ৩ (মোট ২৬টি এপিসোড) 

📊 আইএমডিবি: ৮.৮/১০

🌐 ভাষা: জার্মান

🤵পার্সোনাল রেটিং:❤️/১০



রিভিউ শুরু করব আমার পছন্দের কয়েকটা শব্দ দিয়ে


👪 Sic mundus creatus est "(এভাবেই জগত সংসারকে সৃষ্টি করা হয়েছে)"


🌀 The end is the beginning and the beginning is the end."


💑You and I are perfect for each other, never believe anything else."


জনরা তে এটা মিস্ট্রি/সাইন্স ফিকশন হলেও এই সিরিজে একটা পারফেক্ট সিরিজ,যার মধ্যে রয়েছে সব ধরনের এলিমেন্ট।

সাইন্স ফিকশন সিরিজ হয়েও এটা মানুষের ইমোশন গুলোকে যেভাবে তুলে ধরেছে সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে।

সিরিজটির কাহিনী সাধারণ ভাবে শুরু হলেও আস্তে আস্তে  প্রচুর জট লাগতে থাকে,আর কাহিনি আস্তে আস্তে অনেক ইন্টারেস্টিং হতে থাকে।


তাছাড়া,বিশেষ করে এই সিরিজের কাস্টিং থেকে শুরু করে গল্প প্লট,সিনেমাটোগ্রাফি,অভিনয়,ব্যাকগ্রাউন্ড নিউজিক,ডায়লগ সব কিছুই একদম অতুলনীয়। 

এর গল্প এমনভাবে সাজানো হয়েছে যে স্ক্রীন থেকে চোখ সরানো ছিল ইম্পসিবল,অনেক সময় এরকম ফিল হচ্ছিলো সিরিজ দেখতেছি নাকি কোনো puzzle solve করতেছি😅।


পুরো সিরিজ জুড়ে থ্রিল,টুইস্ট এসবের কোনোই কমতি ছিল না।এপিসোড,সিজনের সংখ্যা এইসব দিক থেকেও এটা পারফেক্ট লেগেছে আমার কাছে,৩ সিজনে মোট ২৬টি এপিসোড।

আজগুবি টেনে লম্বা করে নাই।আর সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে তা হলো এর এক ঘটনার সাথে আরেক ঘটনার কানেকশন।

Trailer :



খুবই নিখুঁতভাবে এর নির্মাতা অনেক ছোট ছোট ডিটেইলস গুলোকেও বড় ঘটনার সাথে কানেক্ট করে দিয়েছেন।আর (Dark) ডার্ক এর অন্যতম সেরা দিক হলো এর সাউন্ডট্র‍্যাক।


আরেকটা বিশেষ দিক হলো এর কাস্টিং।💥

চেহারার সাথে মিল রেখে যেভাবে  Young,Adult,Old ভার্সন বানিয়েছে এই বিষয় টা ছিল ফ্যান্টাসটিক।


আমার মতে (Dark)ডার্ক কে সবথেকে বেশি পারফেক্ট মনে এইটার  এন্ডিং। এতো এতো ঘটনার পরও,এতো এতো জট লাগাবোর পরেও এটা  এন্ডিংটা ছিলো খুবই তৃপ্তিকর।

আসলেই অনেক প্রশংসার যোগ্য ও দাবিদার।


কাহিনী সংক্ষেপে 🚨


এই ওয়েব সিরিজটির কাহিনী  মূলত জার্মানির একটি ছোট শহরকে ঘিরেই গড়ে উঠে! 

শহরটির নাম উইন্ডেন শহর যেখানে আছে ১৯৫৬ সালে বানানো একটা নিউক্লিয়ার পাওয়ারপ্ল্যান্ট! এখানে অনেকগুলা পরিবার যুগযুগ ধরে বাস করে আসছে! 


যেখানে লুকিয়ে আছে অনেক কাহিনী!

 

উইন্ডেন শহরে সবকিছুই ঠিকঠাকই চলছিলো, হঠাৎ একদিন শহরের একটি ছেলে নিখোজ হয়ে যায়! 

ছোট শহর ঘটনা  হওয়াতে মুহূর্তের মধ্যে পুরো শহরে ঘটনাটি ছড়িয়ে পড়ে। কিন্তু পুলিশ পুরো শহর তন্নতন্ন করে খুজেও ছেলেটিকে খুজে পায় নাই! 


ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিলো ৩৩ বছর আগে! 


যাই হোক, এক রাতে শহরের কয়েকজন টিনএজার ছেলেমেয়ে এডভেঞ্চারের উদ্দেশ্যে উইন্ডেন ফরেস্টে ঘুরতে যায়! যেখানে রয়েছে শহরের সবচাইতে রহস্যময় জায়গা, একটি গুহা!


সেই গুহার কাছাকাছি যেতেই তারা এক অদ্ভুত শব্দ পেয়ে ভয়ে সবাই দৌড়িয়ে পালিয়ে যায়!!

 

কিন্তু ফিরে আসার পর তারা দেখতে পায় যে, তাদের সাথে মিকেল নিলসেন নামে ছোট একটা ছেলে ছিলো, যে তাদের সাথে নেই! সবাই তাকে খুজা শুরু করলো, কাহিনী ছড়িয়ে পড়লে পুলিশসহ পুরা শহরে। 


মিকেল শহর থেকে হঠাৎ উধাও! 

এখান থেকেই মূলত শুরু হয় ডার্কের কাহিনী!


এই সাতদিনের শাটডাউনে ঘরে বসে সময় যাচ্ছে না,আর আপনি  যদি হন  একজন খাঁটি ওয়েব সিরিজ লাভার আর এখনো  (Dark)ডার্ক ওয়েব সিরিজটি দেখেননি, তাহলে আমার কথা শুনুন এখনি দেখতে বসে যান এই ওয়েব সিরিজ‌।

Post a Comment

Previous Post Next Post