Genre: Drama, Crime, Thriller
Season: 01, Episodes: 08
নির্মাতাঃ শিহাব শাহীন
Personal Rating: 7/10
*** হালকা স্পয়লার ***
এক সকালে ব্রিজের নিচ থেকে পাওয়া যায় এক তরুণী’র লাশ । তদন্তের দায়ভার দেওয়া হয় পুলিশ অফিসার শাকিল’কে । যাইহোক, কিছুপরেই জানা যায় লাশটা একজন মডেলের যার নাম বন্নি । শুরুতে মডেলের হাসবেন্ড জুয়েল’কে প্রধান সাসপেক্ট ধরা হয় এবং জুয়েলকে এরেস্ট করতে পুলিশ তাঁর বাড়িতে গেলে সে পালিয়ে যায় । তবে ব্যাপার’টা আরো রহস্যময় হয়ে ওঠে, যখন জুয়েল নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে । জুয়েলের থেকে জানা যায় বাবু ভাই নামের একজন এই খুনের সাথে জড়িয়ে আছে । কিন্তু কে এই বাবু ভাই ? কী তাঁর পরিচয় ? যাইহোক, তদন্ত মোটামটি জোরালো ভাবেই চলতে থাকে এবং বেরিয়ে আসতে থাকে অন্ধকার জগতের গোপন সব তথ্য । পরিশেষে কী হয় ? আসল খুনি সম্পর্কে জানা যাবে কি ?
বাবু ভাই ওরফে সালাম শরীফের চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো । আফরান নিশো ফাইনেস্ট এক্টর’দের মধ্যে একজন । উনার সবচেয়ে বড় গুন হচ্ছে, উনি যেকোনো চরিত্রের সাথে নিজেকে খাপ-খাইয়ে নিতে পারেন । এবারেরও তার ব্যতিক্রম হয় নি ! শিহাব শাহীন, আফরান নিশো সম্পর্কে বলেছেন, নিশো’র এমন রূপ আগে দেখা যায় নি । ওভারঅল আমার কাছেও তেমনি লেগেছে । বন্নি’র চরিত্রে অভিনয় করেছেন মাহিয়া মাহি । মাহিয়া মাহি তাঁর চরিত্রে ওভারঅল ভালোই ছিলো । কিছু জায়গাতে ন্যাকামি লেগেছে তবে ওভারঅল ঠিকঠাক । জুয়েলের চরিত্রে জোভান মানাইসই ছিলো । মোস্ট ইম্পরট্যান্ট, পুলিশ অফিসার শাকিলের চরিত্রে সিয়াম আহমেদ’কে আমার বেশ ভালো লেগেছে। স্ক্রিনে যথেষ্ট সময় পেয়েছে সিয়াম এবং নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে । সবমিলিয়ে ভালো ছিলো । নাজনিন চুমকি নিজ চরিত্রে বেশ ভালো অভিনয় করেছেন । তাছাড়া বাকীরা নিজ নিজ জায়গাতে ঠিকঠাক ছিলো ।
সিরিজের গল্পটা সবমিলিয়ে ভালো ছিলো । বিশেষ করে সিনেমাটোগ্রাফি ভালো লেগেছে অনেক । বিজিএম দুর্দান্ত বলবো না তবে ভালো লেগেছে । গল্পে কোনো অতিরঞ্জিত মিস্ট্রি দেখানো হয় নি । মোটামটি সব কিছু সামনেই ছিলো বলা যায় শুধু মশলাপাতির জোগান দিতে হবে । পাওয়ারফুল যে চরিত্রটা দেখানো হয়েছে, ওটা একটু বেশি-ই পাওয়ারফুল হয়ে গেছে আমার মতে । এই গল্পে আরো কিছু চরিত্র অনায়াসে আনা যেতো পারফেক্ট বানানোর জন্য । সিরিজের কিছু সংলাপ বেমানান ছিলো, পার্সোনালি ভালো লাগে নাই । আর বেশ কিছু ভুল ধরা যেতো, তবে থাক । আমার কাছে ২য় সিজন আসতে পারে । যাইহোক, দেখা যাক কী হয়।! আর সিরিজের কনটেন্ট ১৮+ । সো, নিজ দায়িত্বে দেখবেন !
Trailer :
দেশীয় ভালো ভালো কনটেন্ট আসতেছে দেখে ভালো লাগছে অনেক। শুধু একটু অভিজ্ঞতার প্রয়োজন, তাহলেই ওয়ার্ল্ড ক্লাস সিরিজ আমরাও বানাইতে পারবো আশা রাখি। শিহাব শাহীনের পোস্ট দেখে, একটু বেশী-ই আগ্রহী হয়ে পড়েছিলাম তবে সেই তুলনায় রোমাঞ্চিত হতে পারি নি । অনলাইন প্ল্যাটফর্ম চর্কি সাইট এবং অ্যাপ, দুটোই বেশ ওয়েল অর্গানাইজড মনে হলো। হইচই এর মত ডিজাইন ওভারঅল, তবে ভালো লেগেছে ।
Thanks brother ❤
ReplyDelete