Black Widow (2021) Bangla Review

 Black Widow (2021) 

#No_Spoiler_Review

IMDB: 7.1 

Personal: 6.0 

Genre: Action, Adventure, Sci-Fi


একটা Black Widow মুভি দেখার ইচ্ছা হয়তো সকল MCU ভক্তদের সেই Iron Man 2 দেখার পর থেকেই ছিল। অবশেষে এতদিন অপেক্ষা করার পর আমরা পেয়ে গেলাম আমাদের প্রিয় Natasha Romanoff-এর স্ট্যান্ড আলোন মুভি। তবে মুভিটি কি এই চরিত্রটির প্রতি ন্যায় করতে পেরেছে? অনেকেই বলবেন না পারেনি। ইতোমধ্যেই অনেকেই মুভিটি রিভিউ করেছেন এবং অনেকের কাছেই বিলো এভারেজ লেগেছে মুভিটি। কিন্তু আমার কাছে মুভিটি খুব একটা খারাপ লাগেনি। খুবই এভারেজ MCU মুভি গুলোর মতোই মনে হয়েছে। 



তবে এই কথাটা ঠিক যে Black Widow মুভি থেকে সকলেই যেমন কাহিনী প্রত্যাশা করেছিল তার ধারে কাছেও মুভিটি যেতে পারেনি। আমি নিজেও এই মুভিটি থেকে আশা করেছিলাম একটা চমৎকার ওরিজিন স্টোরি। Avengers: Age of Ultron-এ আমরা Natasha-র Black Widow হবার যেই ঘটনা গুলো হালকা ফ্লাশব্যাক দেখেছিলাম আমি কিন্তু ধরেই নিয়েছিলাম যে তার স্ট্যান্ড আলোন মুভিতে আমরা সেই ঘটনা গুলো বিস্তারিত ভাবে জানতে পারবো। যেহেতু সেই বিষয় গুলো মুভিতে নেই ও মুভির ঘটনা Civil War-এর মাঝামাঝি সময়ের তাই অনেকটা অপ্রয়োজনীয় মনে হয় মুভিটি। পুরো MCU-তে এই মুভির ঘটনা গুলো কোনো রকম প্রভাব ফেলবে না। জনপ্রিয় ইউটিউবার Chris Stuckmann এই মুভিকে তাই বলে ফিলার এপিসোডের সাথে তুলনা করেছেন।Trailer :  


এই মুভিতে একটি কথা প্রায় অনেকবারই বলা হয়েছে যে অনেকেই Natasha-কে নিজের আইডল ভাবে। কিন্তু মনে হয় পরিচালকরা এই ডায়ালগটি ব্যবহার করলেও এটাকে সিরিয়াসলি নেননি তাই চিত্রনাট্য এতো দুর্বল ভাবে লেখা হয়েছে। কিছু চরিত্র অকারনেই রাখা হয়েছে যেমন: Taskmaster। অনেকেই তাকে MCU এর সবচেয়ে দুর্বল ভিলেন বলছে তবে আমি তাকে ভিলেন বলেও সিকৃতি দিবো না কারন তার কাহিনীতে ভূমিকা নেই বললেই চলে। আমার জন্য এই চরিত্রটি একটি সিরিজের ব্যাক গ্রাউন্ড চরিত্রের মতো। কাহিনীর মেইন ভিলেন Dreykov-কে তেমন কোনো বড় থ্রেট হিসেবে মানতে পারিনি। কেমন যেন কিছু ক্ষেত্রে তার ডায়ালগ ও অভিনয় দেখে হাসি আসছিলো। 


এই মুভিটি হয়তো সকলে থিয়েটারে দেখলে এতোটা ব্যাক ল্যাশ পেতো না। আমরা সবাই জানি যে যেকোনো MCU প্রজেক্টের সবচাইতে বড় প্লাস পয়েন্ট হলো অ্যাকশন দৃশ্য গুলো। এই মুভির শেষ অংশটুকু আমি বলবো যে এভারেজ থেকেও উপরে ছিলো তবে এইসব দৃশ্য থিয়েটারে দেখে যতটা উপভোগ করা সম্ভব ততটা ঘরের স্ক্রিনে উপভোগ করা যায় না। আমার কাছে শেষটা খুবই ভালো লেগেছে। আমার এটাও মনে হয়েছে যে পরিচালকদের প্রধান উদ্দেশ্য ছিলো দুইটি। একটি হলো Natasha-র কাহিনীতে পরিবারের একটা ভূমিকা তুলে ধরে তার জন্য আমাদের মনে আরো সিমপ্যাথি তৈরি করা ও MCU-তে Yelena-র চরিত্রটি ইন্ট্রোডিউজ করা। পরিবারের বিষয়টি যদিও তারা ঠিক করে ল্যান্ড করাতে পারেনি, Yelena-কে তারা চমৎকার ভাবে উপস্থাপন করেছে। 



এই পুরো মুভিটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে যেই কারনে সেটা হলো Yelena চরিত্রে Florence Pugh। অসাধারণ অভিনয় করেছেন তিনি। তাকে আমার এমনিতেই অনেক পছন্দ কারন তার অভিনয় দেখে আমি সব সময়ই মুগ্ধ থাকি। এখানেও একই ঘটনা ঘটেছে। সী ইজ জাস্ট পারফেক্ট। তাছাড়া এই চরিত্রে তাকে অসাধারণ ভাবে মানিয়েছে। কিছু দৃশ্যে তিনি Scarlett Johansson থেকে সম্পূর্ণ স্পট লাইট কেড়ে নিয়েছেন। তার সাথে Scarlett-এর রসায়ন ভালো লেগেছে। তাদের মাঝে যেই sisterly bonding-টা তুলে ধরা হয়েছে তা প্রশংসনীয়। Rachel Weisz ও David Harbour কে তেমন ভালো লাগেনি আমার। Harbour-কে কমিক রিলিফ হিসেবেই মূলত ব্যবহার করা হয়েছে ও এই সিদ্ধান্তটি আমার ভুল মনে হয়েছে। MCU মুভিতে হিউমারের ব্যবহার হবে এটা জানা কথা তবে Harbour-কে তার পাশাপাশি কিছু সিরিয়াস বা ইনটেন্স দৃশ্যেও ভূমিকা দেয়া উচিত ছিলো। Scarlett Johansson সবসময়ের মতোই দারুন অভিনয় করেছেন। তিনি আজীবন Black Widow হয়ে আমাদের মনে রয়ে যাবেন তাতে কোনো সন্দেহ নেই। তাকে হয়তো আর কখনো এই চরিত্রে দেখা যাবে না তাই তার শেষ মুভিটি এতোটা‌ এভারেজ হবে এটা সত্যিই হতাশাজনক। 



মুভির প্রথম দৃশ্যটি খুবই চমৎকার ছিলো। দেখে মনে হয়েছিল যে খুবই মেমোরেবল একটি মুভি হতে যাচ্ছে। তবুও আমি বলবো যে মুভিটি Captain Marvel ও Wonder Woman 1984 থেকে কোয়ালিটির দিক দিয়ে উপরে আছে। সহজে ভুলে যাবার মতো কাহিনী হলেও অভিনয় ও অ্যাকশন দৃশ্য গুলোর জন্য রেগুলার সুপারহিরো মুভির মতোই লেগেছে। আপনি MCU-এর ভক্ত হলে মুভিটি মিস দিতে না করবো কারন Yelena-র চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে ভবিষ্যৎ মুভি গুলোয়। তাছাড়া শেষে একটি সারপ্রাইজিং ক্রেডিট সিন আছে যা সকল MCU কাহিনীতে টুইস্ট আনতে পারে। মুভিটি যেকোনো টরেন্ট সাইটে পেয়ে যাবেন সহজেই। 

#Astarias_Silver_Screen

Post a Comment

Previous Post Next Post